সারিউল ইসলাম, ভগবানগোলা: রবিবার বিভিন্ন বিষয় নিয়ে মুর্শিদাবাদ জেলার জমিয়তে উলামার প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হল ভগবানগোলা উচ্চ বিদ্যালয় ময়দানে।অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড ভারতের মতো মিশ্র সংস্কৃতির দেশে কতটা যুক্তিযুক্ত? জাতীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির সুদৃঢ়করণ বা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা। পণ, জুয়া, মাদক এবং সাইবার ক্রাইম মুক্ত সমাজ গঠন। নারীর সুরক্ষা ও মর্যাদা, দেশ ও জাতি গঠনে জমিয়তে উলামার অবদান সহ একাধিক বিষয় নিয়ে জমিয়ত উলামায়ে হিন্দের প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় এদিন।
সমাবেশে উপস্থিত ছিলেন জমিয়ত উলামায়ে হিন্দের সর্ব-ভারতীয় সহ-সভাপতি সৈয়দ আসজাদ মাদানী, জমিয়াত উলামায়ে হিন্দের ইসলাহে মুয়াশরার সভাপতি সৈয়দ আযহার মাদানী, জমিয়ত উলামায়ে হিন্দের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুফতি মাসুম সাকিব, জমিয়তে উলামার রাজ্য সভাপতি মুফতি দবীর হুসাইন, রাজ্যের সাধারণ সম্পাদক ক্বারী শামসুদ্দিন আহমেদ, কোলকাতা নাখোদা মসজিদের ইমাম ক্বারী শফীক কাসেমী, রাজ্য কমিটির সহ-সভাপতি মুফতি নাজমুল হক, জেলা ইমাম মুয়াজ্জিন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ একাধিক নেতৃত্বরা।
সভা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে বেলুড় মঠের স্বামী শ্রদ্ধানন্দ মহারাজ উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে জমিয়ত উলামায়ে হিন্দের সর্বভারতীয় সহ-সভাপতি সৈয়দ আসজাদ মাদানী বলেন, ‘ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড ৮০ শতাংশ ভারতীয় মানতে নারাজ। জোর করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে কেন্দ্র সরকার, আমরা এর তীব্র বিরোধিতা করি। ধর্মীয় বিদ্বেষ এবং বিভেদ দেশের জন্য ক্ষতিকর, সৌভ্রাতৃত্ব এবং সম্প্রীতির মাধ্যমে দেশের ঐক্যতা বজায় রাখা সম্ভব।’
এদিনের সমোবেশে নাখোদা মসজিদের ইমাম ক্বারী শফীক কাসেমী বলেন, ‘কিভাবে মুর্শিদাবাদ জেলাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং দেশের সম্প্রীতি রক্ষার্থে কি কি করণীয় সে বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কিভাবে নেশামুক্ত, অপরাধ মুক্ত সমাজ গড়া যায় সে বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হয় সভা থেকে।’
জামিয়াত উলামায়ে হিন্দের রাজ্য সহ-সভাপতি নাজমুল হক বলেন, ‘একদিকে যেমন ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কে আলোচনা হয়েছে, অন্যদিকে মাদক সংক্রান্ত বিষয় থেকে সাইবার ক্রাইম সচেতনতা এবং মহিলাদের মর্যাদা সবকিছু নিয়ে আলোচনা হয়েছে সমাবেশে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct