আজিজুর রহমান, গলসি: গলসি আটপাড়া গ্রামে হিন্দু এক ক্ষেতমজুরের শ্রাদ্ধ অনুষ্ঠান ও ভোজ খরচের ব্যবস্থা করলেন মুসলিম মহিলা ফজিলা বেগম। পাশাপাশি তিনি গলসি ১ নং ব্লকের লোয়া রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। জানাগেছে, গত ২৮ শে নভেম্বর আচমকা হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা যান বছর ৪০ এর দুলু হাজরা। তিনি ওই গ্রাম পঞ্চায়েতের আটপাড়া গ্রামের বাসিন্দা। দুলুর অকালপ্রয়াণে পরিবারে দুর্দশা নেমে আসে।
ফজিলা বেগম জানান, স্বামী হারানোর শোকে ভেঁঙে পরে দুলুর স্ত্রী অঞ্জলি হাজরা। বাড়িতে নাবালক ছেলেকে নিয়ে সংসার চালানো দুস্কর হয়ে যায়। তিনি সেই খবর জানতে পেরে সেদিনই পরিবারটির খাবার দাবারের ব্যবস্থা করে পাশে দাঁড়ান। এরপর প্রতিবেশী কয়েকজন তাকে শ্রাদ্ধ অনুষ্ঠানটি করার আবেদন করলে সেটিও তিনি করার ব্যবস্থা করেন। কারন বর্তমানে অর্থ সংকট চলছে অঞ্জলির। প্রতিবেশী সন্তোষ হাজরা বলেন, ফজিলাদি সবসময় সবাইকে সাহায্য করেন। আজকের সমস্ত খরচা তিনি করেছেন। শ’দুয়েক মানুষকে লুচি, দু রকমের তরকারি সাথে মিষ্টি, চাটনি ও পাঁপড় খাওয়ানো ব্যবস্থা করেছেন। পাশাপাশি পরিবার সদস্যদের নতুন জামাকাপড় দিয়েছেন। এতে আমাদের খুব উপকার হয়েছে। তাকে আমরা সবাই ধন্যবাদ জানাচ্ছি। তার মানবিক এমন কাজের প্রশংসা করে জিতেন বাগদি বলেন, দশ বছর আগে প্রধানের দায়িত্ব পাবার পর থেকে বার বার তিনি গরীব মানুষের পাশে দাঁড়িয়েছেন। মন্দির নির্মানে অর্থ সাহায্য, দুস্থদের খাবার দেওয়া, শীতবস্ত্র দান করা, পড়ুয়াদের পড়াশোনা খরচ দেওয়া থেকে শুরু করে তিনি বহু কাজ করছেন। তার দাবী, তিনি যেন সবসময় তাদের পাশে দাঁড়ান। এছাড়াও এলাকার সমাজ কল্যাণ কাজ করে তিনি বার বার খবরের শিরোনামে এসেছেন। তার এদিনে কাজের প্রশংসা করেছেন অনেকেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct