আপনজন ডেস্ক: নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট্টেকে স্বাগত জানাতে বাড়ির বাইরে এসেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। হাসি মুখে দুই রাষ্ট্রপ্রধান ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাড়িতে ঢুকতে গিয়েই বিপদে পড়েন। বাড়ির বাইরে তখন সাংবাদিকদের ভিড়। দুই রাষ্ট্রনেতার ছবি তুলতে ব্যস্ত। কিন্তু দেখা যায়, ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ! ব্রিটিশ ও ডাচ প্রধানমন্ত্রীর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ঋষি হাসি মুখে বাড়ির বাইরে এসে ডাচ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাচ্ছেন। হাঁটতে হাঁটতে চলে আসেন বাড়ির গেটের সামনে। তবে ভেতরে ঢুকতে গিয়েই বিপদে পড়েন সুনাক। কারণ, দরজা বন্ধ হয়ে গেছে। প্রথমে কেউই বুঝতে পারেননি কী ঘটেছে। দুই রাষ্ট্রনেতাকে দেখা যায় নিজেদের মধ্যে হেসে হেসে কথা বলছেন। তার মধ্যেই একবার ব্রিটিশ প্রধানমন্ত্রীকে দেখা যায় বাড়ির দরজার হাতল ঘোরাতে। কিন্তু তাতেও লাভ হয়নি। কয়েক মুহুর্ত পর দেখা যায় ডাচ প্রধানমন্ত্রী দরজার পাশের জানলা দিয়ে উঁকি মারছেন। তবে কাউকেই দেখতে পাননি। কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন ঋষি। যদিও বেশিক্ষণ এমন অবস্থায় দাঁড়িয়ে থাকতে হয়নি তাদের। অচিরেই দরজা খুলে যায়।পরে ডাচ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সুনাকের দফতর জানিয়েছে, গাজার পরিস্থিতি নিয়ে কথা হয়েছে দুজনের মধ্যে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct