আপনজন ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ মিশরে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) থেকে তিন দিন ধরে স্থানীয় সময় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি তৃতীয় মেয়াদে শাসনক্ষমতায় যাচ্ছেন বলে মনে করা হচ্ছে। আগামী ১৮ ডিসেম্বর নির্বাচনের ফল ঘোষণা করার কথা আছে। সমালোচকেরা বলছেন, মিসরে দশক ধরে ভিন্নমতাবলম্বীদের ওপর ধরপাকড় চালানোর পর আয়োজিত এ নির্বাচন সাজানো।
তবে সরকারি সংবাদমাধ্যমগুলো বলছে, এ নির্বাচন রাজনৈতিক বহুত্ববাদের দিকে যাওয়ার একটি পদক্ষেপ।
একে তো মিশর অর্থনৈতিক সংকটে আছে। দেশটির বৈদেশিক মুদ্রার ঘাটতি দেখা দিয়েছে, দেশটি রেকর্ড মূল্যস্ফীতির দুয়ারে দাঁড়িয়ে আছে। সিসি আবারও ছয় বছরের মেয়াদে ক্ষমতায় ফিরলে তাকে এসব সমস্যার সমাধানকে অগ্রাধিকার দিতে হবে।
তার মধ্যে আবার সীমান্তবর্তী গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের যুদ্ধ চলছে। এ যুদ্ধের প্রভাব যেন মিসরে ছড়িয়ে না পড়ে, তা–ও নিশ্চিত করতে হবে সিসিকে।
নির্বাচনে সিসির বিরুদ্ধে যে তিন প্রার্থী লড়াই করছেন, তারা খুব পরিচিত কেউ নন। সিসির বিরুদ্ধে লড়ার জন্য সবচেয়ে সম্ভাবনাময় যে প্রার্থী ছিলেন, তিনিও অক্টোবরে নির্বাচনের মাঠ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct