রাজু আনসারী, অরঙ্গাবাদ: মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের চাচন্ড অঞ্চলে বিরোধী শিবিরে ভাঙ্গন ধরালো তৃণমূল কংগ্রেস। রবিবার সকালে সিপিআইএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম এর প্রতীকে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম, মর্তুজ আলি এবং বাবর আলীর নেতৃত্বে বেশ কিছু কর্মী সমর্থক। পাশাপাশি সিপিআইএম কর্মী ওবাইদুর রহমান, আসমাউল হক, কংগ্রেসের শামসুল আলম সহ বেশকিছু কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগ দেন। নবাগতদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান জঙ্গিপুর সাংগঠনিক জেলা আইএন.টিটি.ইউসি এর সভাপতি তথা সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সামসেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য রফিকুল আলম, চাচ্ন্ড অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুলতান আলি, প্রধান প্রতিনিধি গোলাপ হোসেন, গ্রাম পঞ্চায়েত সদস্য রেজাউল করিম, অসিকুল আলম, মোবারক হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct