আপনজ ডেস্ক: এক যুগ ধরে ফুটবল বিশ্বকে শাসন করছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দুই সুপারস্টার মিলে ভাগ করে নিয়েছেন মোট ১৩টি ব্যালন ডি’অর। সর্বকালের সেরার বিতর্ক আসলে এই স্বাভাবিকভাবেই মেসি ও রোনাল্ডোর নাম চলে আসে। তবে ‘স্পেশালওয়ান’খ্যাত পর্তুগিজ কোচ হোসে মরিনহোর দাবি, মেসি-রোনাল্ডোর কেউই বিশ্বসেরা নন।২০১০ থেকে ২০১৩ সাল- এই তিন বছর রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন বর্তমানে এএস রোমার ডাগআউট সামলানো হোসে মরিনহো। তখন রাইভাল দল বার্সেলোনায় খেলা মেসির চেয়ে শিষ্য রোনাল্ডোর প্রশংসাই বেশি করতেন দ্য স্পেশালওয়ান। সেরা মানতেন পর্তুগিজ সুপারস্টারকে। তবে এবার মেসি-রোনাল্ডো সর্বকালের সেরা কি না, সেই প্রশ্নের জবাবে মরিনহো জানালেন, তার চোখে গ্রেটেস্ট অব অল টাইম (গোট) ব্রাজিলের রোনাল্ডো নাজারিও। ক্রীড়া গণমাধ্যম লাইভস্কোরকে মরিনহো বলেন, ‘আমার মতে, বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার রোনাল্ডো (নাজারিও)। যদিও ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং লিও মেসি লম্বা ক্যারিয়ার পেয়েছে। ১৫ বছর ধরে শীর্ষস্থান ধরে রেখেছে।’ ক্যারিয়ারে কখনোই গুরুতর চোটে পড়েননি রোনাল্ডো কিংবা মেসি। তবে ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপ জেতা রোনাল্ডো দীর্ঘদিন হাঁটুর চোটে ভুগেছেন। ১৯৯৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত বার্সেলোনার কোচ ছিলেন ইংলিশ কিংবদন্তি কোচ স্যার ববি রবসন। এসময় এই লেজেন্ডারি কোচের দোভাষী হিসেবে বার্সেলোনায় কাজ করতেন মরিনহো। আর একই সময়ে রোনাল্ডো নাজারিও খেলতেন ব্লাউগ্রানাদের হয়ে। তাই ব্রাজিলিয়ান মহাতারকাকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে মরিনহোর। তিনি বলেন, ‘যদি আপনি মেধা এবং কৌশল নিয়ে কথা বলেন, তাহলে রোনাল্ডোর চেয়ে ভালো কেউ নেই। বার্সেলোনায় সে যখন ববি রবসনের অধীনে খেলতো, তখন আমার মনে হতো খেলার মাঠে রোনাল্ডোর চেয়ে ভালো কোনো ফুটবলারকে আমি দেখিনি।’ মরিনহো বলেন, ‘ইনজুরিতে পড়ে ক্যারিয়ার শেষ না হলে রোনাল্ডোর অর্জন আরো অবিশ্বাস্য হতো। তবে ১৯ বছর বয়সী সেই রোনাল্ডোও অভাবনীয় ছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct