আশু খান, ভোপাল: যে কেউ দুনিয়াতে এসেছে, তাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আকাশে এমন এক জগৎ আছে, যার জীবনের কোনও শেষ নেই। রবিবার তবলিগ জামাতের বিশ্ব ইজতেমার তৃতীয় দিনে এক বিশাল জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন দিল্লি মারকাজ থেকে আগত তবলিগ জামাতের আমীর মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলবি। রোববারের ছুটির দিনে ও সোমবারের আখেরি মুনাজাতে যোগ দিতে এ পর্যন্ত সাত লাখের বেশি মানুষ ইজতেমায় পৌঁছেছেন।
রোববার সকালে ফজরের নামাজের পর এক বিবৃতিতে মাওলানা জামশেদ সাহেব বলেন, ইসলামে নারীদের বিশেষ এহতেরাম, হুকুম ও বিশেষ মর্যাদা দেয়া হয়েছে। একজন নারী একজন মা, বোন, স্ত্রী ও কন্যা হিসেবে মানুষের জীবনকে নানাভাবে রূপ দেন। একইভাবে বিকেলে জোহরের নামাজের পর এক বিবৃতিতে মাওলানা মোহাম্মদ সৈয়দ সাহেব কান্ধলভি এক আল্লাহর প্রতি বিশ্বাস এবং এ থেকে সফলতার কথা বলেন। আল্লাহর প্রতি ঈমান নিশ্চিত হলে দুনিয়ার সব কিছুর ভয় মন থেকে দূর হয়ে যাবে। আল্লাহ যা-ই করেন না কেন, এ ব্যাপারে নিশ্চিত হোন। সন্ধ্যায় আসিরের নামাজের পর এক বিবৃতিতে হাফিজ মনজুর সাহেব বলেন, জামাতে বের হয়ে মানুষকে ভালো কিছু শেখানো আল্লাহর ইচ্ছার পথ।
প্রার্থনার মধ্য দিয়ে আজ শেষ
সোমবার সকালে দোয়া-ই-খাসের মধ্য দিয়ে শেষ হবে চার দিনব্যাপী এ ইজতেমা। নামাজের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টায়। সকালে ফজরের নামাজের পর মাওলানা সাদ সাহেবের বিশেষ বক্তব্য থাকবে। এ সময় তিনি জামায়াত থেকে বেরিয়ে আসা লোকদের কাছে এই যাত্রায় আখলাক গ্রহণ করতে হবে, কী কী চিন্তাভাবনা রাখতে হবে এবং কী কী কাজ করতে হবে তা ব্যাখ্যা করবেন। এরপর সকাল ৯টায় নামাজ অনুষ্ঠিত হবে। এরপর মানুষ ইজতিমাগার দিকে ঝুঁকতে শুরু করবে। ইজতেমা কর্তৃপক্ষ জানায়, নামাজ শেষে প্রায় দুই হাজার জামাত ইজতেমা থেকে দেশের উদ্দেশে রওনা হবে।
কেউ তাদের জীবন কাটিয়েছে, কেউ প্রথমবারের মতো পৌঁছেছে
তাবলিগ থেকে শেখানো কল্যাণের চর্চা এবং নিজেদের জীবনে আরও ভাল শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে মানুষের জামাতে যাওয়ার অভ্যাস প্রায় একশ বছরের পুরানো। ভোপাল ইজতেমায় যারা পৌঁছেছেন, তাদের মধ্যে কেউ কেউ আছেন যারা জীবনের একটা বড় অংশ জামাতে কাটিয়েছেন। এছাড়াও, কেউ কেউ আছেন যারা প্রথমবারের মতো দ্বীনের এই জমায়েতের অভিজ্ঞতা অর্জন করেছেন।
মূলত মথুরার বাসিন্দা শামসুদ্দিন ব্যবসায়িক চেইন অতিক্রম করে গোয়ালিয়র হয়ে ভোপালে পৌঁছেছেন। পুরাতন শহরের বাসিন্দা শামসুদ্দিন বলেন, পৃথিবীতে সবকিছুই গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে বড় কাজ হচ্ছে দ্বীনের সেবা করা। তিনি বলেন, প্রায় ৫৫ বছর ধরে তিনি ধারাবাহিকভাবে জামাত ও ইজতেমার অংশ হয়ে আসছেন। ৯০ বছর বয়সী শামসুদ্দিন, যিনি বাড়ির চেয়ে বেশি জামাতে থাকেন, তিনি বাধ্যতামূলকভাবে মাসে তিন দিন, বছরে চল্লিশ দিন জামাতে যান। এ ছাড়া চার মাসের ঠাণ্ডাতেও বহুবার গিয়েছেন তিনি।
মেডিকেল বিভাগের হিসাবরক্ষক হাজী আনোয়ার উল্লাহ খানও অবসর গ্রহণের পর বেশিরভাগ সময় জামায়াত ও তাবলিগের কাজে ব্যয় করেন। প্রায় ৩০ বছর ধরে ধারাবাহিকভাবে আলামি তাবলিগ ইজতেমায় অংশ নেওয়া ৮২ বছর বয়সী আনোয়ার উল্লাহ বলেন, প্রকৃত শান্তি ধর্মের ক্ষেত্রেই এবং সাফল্যের পথও এর মধ্য দিয়ে যায়।
বয়স চল্লিশ ছাড়িয়ে গেলেও কাজী সৈয়দ আনাস আলী নদভী ছোটবেলা থেকেই জামায়াতের পথ বেছে নিয়েছিলেন। চার মাস, চল্লিশ দিন ও তিন দিনের ইজতেমার উপস্থিতি অল্প বয়সেই শুরু হয়। কাজী আনাস ব্যাখ্যা করেন যে, মানুষের পৃথিবীতে আসার আসল উদ্দেশ্য হচ্ছে মৃত্যুর পর জীবনকে উন্নত করা। জামায়াতের মাধ্যমে এ জন্য চেষ্টা করা হচ্ছে।
আট বছর বয়সী মেহরান প্রথমবারের মতো ইজতেমায় যোগ দিতে এসেছে। তাফারেহ হিসেবে সে তার বাবা শাকিল খানের সাথে বেশ কয়েকবার ইজতেমা পরিদর্শন করেন। তবে এবারই প্রথম পুরো তিন দিনের জামাত নিয়ে ইজতেমায় পৌঁছেছে সে। স্কুল ছুটি এবং দৈনন্দিন রুটিন উপেক্ষা করে মেহরান বলে, জামাতে যোগদানের উদ্দেশ্য ছিল আরও ভাল শিক্ষা এবং কিছু ভাল পাঠ শেখা।
স্বেচ্ছাসেবকদের প্রচেষ্টায় ইজতিমাগাহ সবুজ, পরিষ্কার এবং ধুলোমুক্ত হয়ে যায়। সাধারণত ময়লা, ধুলোবালির উড়ন্ত মেঘ, টয়লেট থেকে নির্গত দুর্গন্ধ এবং আবর্জনার স্তূপ ছড়িয়ে পড়ে বড় বড় মাজমগুলোতে। কিন্তু সবুজ, পরিচ্ছন্ন ও ধুলোমুক্ত ধারণার ওপর কয়েক বছরের প্রচেষ্টার পর এটি আরও ভালো ফল দিতে শুরু করেছে। লক্ষ লক্ষ মানুষের সমাগমে অংশ নেওয়া আলামি তাবলিগ ইজতেমা এই সমস্ত অসুবিধা থেকে মুক্তি পেতে শুরু করেছে। বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০১৬-এর অগ্রভাগে যে সব ব্যবস্থা করা হয়েছে, তাতে ইজতিমগাহকে পরিচ্ছন্ন করে তোলা হয়েছে এবং এখানে আগত অতিথিদের জন্য আরও ভালো পরিবেশও উপস্থাপন করা যাবে।
হাইটেক যুগের সঙ্গে তাল মিলিয়ে দুই বছর আগে এই আয়োজনের জন্য কিছু উদ্ভাবনের প্রস্তুতি নিয়েছিল আলামি তাবলিগ ইজতেমা পরিচালনা পর্ষদ। প্রায় দশ লক্ষ জমায়েতের বিপুল সংখ্যক মুসল্লির কাছে তারা আরও ভাল পরিষেবার জন্য প্রতিজ্ঞবদ্ধ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct