আপনজন ডেস্ক: ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের বিধান বাতিল করার কেন্দ্র যে সিদ্ধান্ত নিয়েছিল তা কি সাংবিধানিকভাবে বৈধ ছিল? সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা বেশ কয়েকটি পিটিশনের ওপর সোমবার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড করা ১১ ডিসেম্বরের কার্যতালিকা অনুযায়ী, প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই রায় দেবে। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি আর গভাই ও বিচারপতি সূর্যকান্ত। ১৬ দিনের শুনানি শেষে গত ৫ সেপ্টেম্বর রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্ট। শুনানির সময় সুপ্রিম কোর্ট অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমানি, সলিসিটর জেনারেল তুষার মেহতা, সিনিয়র অ্যাডভোকেট হরিশ সালভে, রাকেশ দ্বিবেদী, ভি গিরি এবং অন্যান্যদের পক্ষে শুনানি করেন।
কপিল সিব্বল, গোপাল সুব্রহ্মণ্যম, রাজীব ধাওয়ান, জাফর শাহ এবং দুষ্মন্ত দাভে সহ সিনিয়র আইনজীবীরা আবেদনকারীদের পক্ষে যুক্তি উপস্থাপন করেছিলেন। জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি দল আশা প্রকাশ করেছে যে ৩৭০ ধারা পুনরুদ্ধার করা হবে। এদিকে, জম্মু ও কাশ্মীর প্রশাসন রায প্রদানকে কেন্দ্র করে শান্তি যাতে বিঘ্নিত না হয় তার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct