সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, হাড়োয়া, আপনজন: শনিবার জেলার সাংসদ, বিধায়ক,ব্লক সভাপতি, টাউন সভাপতি, অঞ্চল সভাপতি, বুথ সভাপতি সহ শাখা সংগঠনের সকল নেতৃত্বকে নিয়ে আগামী লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় সিউড়ি ইন্ডোর স্টেডিয়ামে। আগামী ২০২৪ এর লোকসভা নির্বাচন দোরগোড়ায় কড়া নাড়ছে। সেই প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে, রণনীতি ঠিক করতে নেওয়া হচ্ছে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি। সেইরূপ আজ জেলা সদর সিউড়ি ইন্ডোর স্টেডিয়ামে রাজনৈতিক সম্মেলন কর্মসূচি পালন করা হয় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তৃণমূল নেতৃত্ব তাদের বক্তব্যের মাধ্যমে কর্মীদের উদ্দেশ্যে বলেন যে- কয়েক মাস পরেই বিরাট পরীক্ষা আসছে। যে পরীক্ষাগুলো বিগত দিনে দিয়েছি। সেই পরীক্ষায় আমরা আমরা কিন্তু পরপর প্রমাণ করেছি যে, এই বীরভূম মমতা বন্দ্যোপাধ্যায়ের, এই বীরভূম অভিষেক ব্যানার্জীর, এই বীরভূম তৃণমূল কংগ্রেসের। লড়াই আমরা করতে জানি, লড়াই আমরা করেছি বিগত দিনে ৩৪ বছর বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই। অতএব আমরা জানি কিভাবে লড়াই করতে হয়। দিল্লিতে বসে শুধু ফতোয়া জারি করে বাংলার মানুষকে দমিয়ে রাখা যায় না। বৃটিশদের বিরুদ্ধে লড়াই করার রক্ত। সেই রক্ত বিজেপি, সিপিআইএম, কংগ্রেসদের ভয় পায় না। এদিনের সভায় উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, জেলা সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল সেখ, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধানসভার ডেপুটি স্পিকার ড আশীষ ব্যানার্জী, জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির অন্যান্য সদস্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct