নকীব উদ্দিন গাজী, কুলতলি, আপনজন: শীতের মরশুম শুরু হতেই লোকালয়ে বাঘের হানা। বাঘের আতঙ্কে আতঙ্কিত গোটা গ্রাম। শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির মইপিট উপকূল থানার অন্তর্গত ভুবনেশ্বরী গৌড়ের চক এলাকায় স্থানীয় বাসিন্দারা নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পায়। বাঘের আতঙ্কে আতঙ্কিত হয় গ্রামবাসী।ঘটনার খবর পেয়ে মৈপীঠ কোস্টাল থানার পুলিশকে খবর দিলে ওসি মধুসূদন পালের নেতৃত্বে পুলিশবাহিনী ঘটনাস্থলে আসেন। গ্রামে বাঘের উপস্থিতি নিশ্চিত হতেই বন দফতরকে খবর দেয় পুলিশ। পরে স্থানীয় নলগড়া বীট অফিস ও আশপাশের রেঞ্জ অফিস থেকে বনকর্মীরা ঘটনাস্থলে এসে বাঘের খোঁজে তল্লাশি শুরু করেন। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ভুবনেশ্বরী গৌড়ের চক এলাকায় নদীর চড়ে বাঘের পায়ের ছাপ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়ে তারা। তড়িঘড়ির খবর দেয়া হয় বনদপ্তরকে ও পুলিশ প্রশাসনকে। খবর পেয়ে ঐ এসে পৌঁছানবন বিভাগের কর্মীরা। ইতিমধ্যেই বন কর্মীরা বাঘের পায়ের ছাপ অনুসরণ করে বোঝার চেষ্টা করছে বাঘটি পুনরায় জঙ্গলে চলে গিয়েছে নাকি লোকালয়ের মধ্যে রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct