আপনজন ডেস্ক: পশ্চিমা মিত্রদের থেকে অর্থ সাহায্য বন্ধ হয়ে গেলে ইউক্রেনীয়রা ‘মহাবিপদে’ পড়বে বলে সতর্ক করেছেন ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কি। তার মতে, সাহায্য বন্ধ করা মানে ইউক্রেনীয়দের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া।গত সপ্তাহে ইউক্রেনের জন্য ছয় হাজার কোটি ডলারের একটি সহায়তা প্রস্তাব আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। বাইডেন প্রশাসন আগেই সতর্ক করেছে, ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা তহবিল শিগগির ফুরিয়ে আসতে পারে।তবে সহায়তা প্রস্তাব অনুমোদনের জন্য শর্ত বেঁধে দিয়েছেন রিপাবলিকান সিনেটররা। ইউক্রেনের আর্থিক সহায়তা ছাড়ের আগে যুক্তরাষ্ট্রের সীমান্ত ব্যবস্থাপনা তহবিলের বিষয়ে প্রেসিডেন্ট বাইডেন ও ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের সঙ্গে সমঝোতা চান তারা।বাইডেন বলেছেন, ইউক্রেনের সহায়তা ছাড়ে সম্মত না হওয়া হবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য ‘উপহার’। রিপাবলিকানদের উদ্দেশ্যে তিনি সতর্কবার্তা দিয়ে বলেছেন, স্বাধীনতার স্বার্থ থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছেন, ইতিহাস তাদের কঠোরভাবে বিচার করবে।ইউক্রেনের আর্থিক সহায়তা নিয়ে মার্কিন রাজনীতিতে এমন দোলাচলে উদ্বিগ্ন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কির স্ত্রী ওলেনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct