আলম সেখ, কলকাতা, আপনজন: শনিবার কলকাতার কলেজ স্কোয়ারের মহাবোধি সোসাইটি হলে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ হতে জাতিভিত্তিক জনগণনার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হল। প্রাক্তন আইএএস এবং সাংসদ বিক্রম সরকার। তিনি জাতি ভিত্তিক জনগণনার বিষয় বিশ্লেষণ করেন। দেশের লোকসভা, বিধানসভা, সম্পূর্ণ ভারতে প্রতিটা বিভাগে কত শতাংশ ব্রাহ্মণ সেই উদ্ধৃতি দিয়ে বক্তব্য রাখেন খিদিরপুর কলেজের প্রাক্তন অধ্যাপক ডঃ শামসুল আলম। তিনিও জাতি ভিত্তিক জনগণনার জোরালো দাবি করেন। জাতি ভিত্তিক জনগণার গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন প্রাক্তন আইএএস এবং সাংসদ সুখ বিলাস বর্মা। এছাড়াও জাতি ভিত্তিক জনগণনার ঐতিহাসিক প্রেক্ষাপট ও এর দ্বারা কিভাবে পিছিয়ে পড়া শ্রেণীর উন্নতি সম্ভব তা নিয়ে বিস্তারিত আলোচনা রাখেন প্রাক্তন আইএএস স্বপন কুমার বিশ্বাস। জাতি ভিত্তিক জনগণনা করে দেশের বিভিন্ন জাতিসত্তার পরিসংখ্যান, তাদের আর্থিক-সামাজিক ও শিক্ষাগত অবস্থান নিরূপণ করে প্রত্যেক জাতির সংখ্যানুপাতিক অধিকার প্রদানই দেশের সামগ্রিক বিকাশ তথা উন্নয়নের একমাত্র পথ - এই ভাবনা তুলে ধরতেই এই আলোচনা সভা বলে দলের রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম জানান।উপস্থিত ছিলেন সমাজসেবী মাওলানা তালহা, এনডিপিআইয়ের পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক সঞ্চয় সরকার, বেঙ্গল ডিপ্রেসড ক্লাসেস লিগের সভাপতি রবীন্দ্রনাথ দাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আয়োজক এসডিপিআইয়ের রাজ্য কমিটির সহ-সভাপতি মোঃ সাহাবুদ্দিন। স্বাগত ভাষণ দেন রাজ্য কমিটির সদস্য সারুর আলম এবং সমাপ্তি ভাষণ দেন রাজ্য কমিটির সদস্য প্রফেসর আনিসুজ্জামান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct