নিজস্ব প্রতিবেদক, সোদপুর, আপনজন: শনিবার মহীয়সী রোকিয়ার জন্মদিবস উদযাপন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে একগুচ্ছ সচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হল কালিয়াচক থানার দারিয়াপুর বাইশি হাই মাদ্রাসায়। এদিন হাই মাদ্রাসার পক্ষ থেকে রোকিয়ার জন্মদিন পালন ও একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়। নারী শিক্ষার অবদান তুলে ধরেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা। এছাড়াও কালিয়াচক থানার পুলিশের উদ্যোগে ও মাদ্রাসার সহযোগিতায় পড়ুয়াদের সচেতনতামূলক শিবির করা হয়। সেখানে বাল্যবিবাহরোধ, সেফ ড্রাইভ সেভ লাইফ, নেশামুক্ত সমাজ, পাচার -সহ একগুচ্ছ বিষয় রোকেয়া সভা মঞ্চে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষানুরাগী ছাড়াও ছিলেন কালিয়াচক থানার পুলিশ অধিকারিকরা। নারী সমাজে শিক্ষার অধিকার-সহ বিভিন্ন দিক আলোকপাত করা হয়। পড়ুয়া সংখ্যা প্রায় ৪ হাজার রয়েছে। বাল্যবিবাহ, সেফ ড্রাইভ সেভ লাইফ, নারী পাচার ও শিশু পাচার, শিশুশ্রম সহ একাধিক বিষয় নিয়ে এই সচেতনামূলক আলোচনাও অনুষ্ঠিত হয়। ছিলেন কালিয়াচক থানার মহিলা পুলিশ অফিসার মৌসুমী রায় মল্লিক, কালিয়াচক থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর বিপ্লব সাহা, মাদ্রাসার বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা প্রমুখ। মাদ্রাসার সহ শিক্ষক সামিম আক্তার জানান, ‘বেগম রোকেয়ার জন্মদিবস পালন উপলক্ষ্যে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করি। জন্মদিবস উদযাপনের পর পুলিশ প্রশাসনের উদ্যোগে পৃথক একটি সামাজিক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। সাবধানে চালাও জীবন বাঁচাও সহ বিভিন্ন বিষয়ে সচেতন করেন পুলিশ আধিকারিকরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct