আপনজন ডেস্ক: ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের তরুণ প্রজন্মের কবি রেফাত আলারির নিহত হয়েছেন। তিনি গাজার বাসিন্দাদের দুঃখ দুর্দশার কথা বিশ্ববাসীকে জানাতে ইংরেজিতে লিখতেন। শুক্রবার (৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।নিহত রেফাত আলারিরের বন্ধু আহমেদ আলনাউক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার)-এর এক বার্তায় বিষয়টি নিশ্চত করেন লেখেন, ‘রেফাতের হত্যাকাণ্ড দুঃখজনক, বেদনাদায়ক এবং আক্রোশজনক। এটি একটি বিশাল ক্ষতি।’ গাজার কবি ও নিহত রেফাতের আরেক বন্ধু মোসাব আবু তোহা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। কয়েক মিনিট আগে আমার বন্ধু এবং সহকর্মী রেফাত আলারিরকে পরিবারসহ হত্যা করা হয়েছে।’ হামাস কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গাজা উপত্যকার উত্তরে ইসরায়েল আরও হামলা চালিয়েছে। অক্টোবরে শুরু হওয়া যুদ্ধের কয়েকদিন পর আলারির ঘোষণা দিয়েছিলেন যে, তিনি যুদ্ধের কেন্দ্রস্থল উত্তর গাজা ছেড়ে যাবেন না। আর সেখানেই এই কবি পরিবারসহ নিহত হলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct