সাদ্দাম হোসেন মিদ্দে, রায়দিঘি, আপনজন: গত শুক্রবার দুপুরে গবেষণাগার ও সংগ্রহশালার উদ্বোধন হল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর ২ নম্বর ব্লকের রায়দিঘী কলেজে। উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগ। মহাবিদ্যালয়ের বিবেকানন্দ ভবনের পেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় উদ্বোধনী টি।গবেষণাগার ও সংগ্রহশালা উদ্বোধনের পাশাপাশি এদিন এক কর্মশালা আয়োজন করে মহাবিদ্যালয় কর্তৃপক্ষ। ‘প্রিজার্ভিং দ্য হেরিটেজ অব সুন্দরবন’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ করেন পড়ুয়ারা। ‘সেন্টার ফর সুন্দরবন রিসার্চ অ্যান্ড মিউজিয়াম’ নামের গবেষণাগার ও সংগ্রহশালার উদ্বোধন করেন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শশবিন্দু জানা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘আশুতোষ মিউজিয়াম অব ইন্ডিয়ান আর্ট’-এর কিউরেটর ডক্টর দীপক কুমার বড়পোন্ডা, মিউজোলজি বিভাগের অধ্যাপক ডক্টর সানজিৎ জোতদার প্রমুখ। ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক এবং গবেষণাগার ও সংগ্রহশালার পরিচালক জাহান আলি পুরকাইত তার বক্তব্যে গবেষণাগার ও সংগ্রহশালার ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মসূচি বর্ণনা করেন এবং সুন্দরবনের সমাজ ও শিক্ষার্থীদের স্বার্থে গবেষণাগার ও সংগ্রহশালার উন্নয়নে এলাকার মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে এদিন বক্তব্য রাখেন মহাবিদ্যালয়ের অভ্যন্তরিণ মান মূল্যায়ন কমিটির কো অর্ডিনেটর ডক্টর শিশির চ্যাটার্জি, যুগ্ম কো অর্ডিনেটর ডক্টর অরুনিমা বিশ্বাস, শিক্ষক সমিতির সম্পাদক ডক্টর সুধীর সিনহা, ভূগোল বিভাগের অধ্যাপক সনত কুমার পুরকাইত প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct