আপনজ ডেস্ক: নভেম্বর মাসটা কী দারুণই না কেটেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের! ইংলিশ প্রিমিয়ার লিগে তিন ম্যাচ খেলে তিনটিতেই জিতেছিল ইউনাইটেড। ওই তিন ম্যাচে একটি গোলও খায়নি দলটি। ইউনাইটেড কোচ এরিক টেন হাগ মাসের সেরা কোচ ও ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ার নির্বাচিত হন মাসের সেরা খেলোয়াড়। মাস ঘুরতেই ঘুরে গেল ইউনাইটেডের ভাগ্যও। ডিসেম্বর আসতেই পুরোনো চেহারায় ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল দলটি। নিউক্যাসলের কাছে হেরে ডিসেম্বর শুরু করা দলটি আজ ঘরের মাঠে হেরে গেছে বোর্নমাউথের কাছে। ওল্ড ট্রাফোর্ডকে স্তব্ধ করে বোর্নমাউথ জিতেছে ৩-০ গোলে।। এ মাসে লিগে তিন ম্যাচে টেন হাগের দলের এটি দ্বিতীয় হার। আর তাতে চাপটা আরও বেড়ে গেলে ডাচ কোচের ওপর। নভেম্বরে কোন মানের দলের বিপক্ষে খেলেছে ইউনাইটেড, সেই প্রশ্ন উঠতে পারে। গত মাসে ফুলহাম ও লুটনকে ১-০ গোলের হারানোর পর এভারটনকে ৩-০ গোলে হারিয়েছিল ইউনাইটেড। সেই ইউনাইটেড ডিসেম্বর শুরু করে নিউক্যাসলের মাঠে ১-০ গোলে। এরপর অবশ্য ঘরের মাঠে চেলসিকে ২-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল ইউনাইটেড। কিন্তু আজ বোর্নমাউথের কাছে ওল্ড ট্রাফোর্ড রীতিমতো সর্বস্বান্ত রেড ডেভিলরা। এর আগে ওল্ড ট্রাফোর্ডে কখনোই জয়ের দেখা না পাওয়া বোর্নমাউথ এগিয়ে যায় ৫ মিনিটেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct