আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: নদীয়া বাড়িতে ঢুকে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। সুটআউট তাহেরপুর থানার বাদকুল্লায় এক ব্যবসায়ীকে গুলি করে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।নিহতের স্ত্রী মুনমুন ভৌমিকের জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ৩ থেকে ৪ জনের একটি সশস্ত্র দুষ্কৃতীদল বাড়িতে হানা দেয়। দুষ্কৃতিকারীরা প্রথমে রাজা ভৌমিকের নাম ধরে ডাকে। তারপর স্ত্রী গ্রিল খুলতেই মাথায় বন্দুক ঠেকিয়ে জোর জবরদস্তি ঘরের মধ্যে ঢুকে পড়ে। ঘরে ঢুকেই প্রথমে নীচতলায় স্ত্রীকে মারধর করে। মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে চুলের মুঠি ধরে মারধর করে গিয়ে সোনার গয়না-নগদ লুঠ।তারপর দোতলায় হানা। একইসঙ্গে আলমারিতে রাখা নগদ এবং সোনাদানাও নিয়ে নেয়। আমার স্বামীকে গুলি করে দুষ্কৃতীরা। বাড়ির দোতালায় থাকা রাজা ভৌমিকের সাথেও বচসা হয় তাদের। সেখানেই হাতাহাতি হতে হতে দুষ্কৃতদের হাতে গুলিবিদ্ধ হন ব্যবসায়ী রাজা ভৌমিক। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পরেন রাজা ভৌমিক।এরপর ওই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়,ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাদকুল্লা এলাকায়। পরে এলাকাবাসীর তৎপরতায় রক্তাক্ত রাজা ভৌমিককে উদ্ধার করে বাদকুল্লা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়।তবে কি কারণে খুন হয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ মৃতদেহটি উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।গোটা ঘটনার তদন্তে নেমেছে তাহেরপুর থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct