আপনজন ডেস্ক: আচরণবিধি ভঙ্গের জন্য দুই ম্যাচ নিষিদ্ধ হলেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফারকে ব্যাট দিয়ে মারতে গিয়েছিলেন রাজা।দুই ম্যাচ নিষিদ্ধ থাকায় খেলতে পারবেন না সিরিজের বাকি দুই ম্যাচ। সিরিজের দ্বিতীয় ম্যাচ এরই মধ্যে শুরু হয়েছে। রাজার বদলে সিরিজের বাকি দুই ম্যাচে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন শন উইলিয়ামস।জিম্বাবুয়ের এই অলরাউন্ডারকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। দেওয়া হয়েছে দুই ডিমেরিট পয়েন্ট। দুই ডিমেরিট পয়েন্ট পাওয়ায় রাজার মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে চারে। ২৪ মাসের মধ্যে চার ডিমেরিট পয়েন্ট পাওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রাজা। ঘটনায় জড়িত থাকা দুই আইরিশ ক্রিকেটার ক্যাম্ফার ও জশ লিটলকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। দুজনই পেয়েছেন ১ ডিমেরিট পয়েন্ট, যেটা ২৪ মাসের মধ্যে প্রথমবার।
জিম্বাবুয়ে ক্রিকেট
রাজা আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট–বলে দুর্দান্ত পারফর্ম করেছেন। ২৮ রানে ৩ উইকেট পাওয়ার ব্যাট হাতে করেছেন ৬৫ রান। ম্যাচসেরার পুরস্কারও উঠেছিল তাঁর হাতে। ২০২৩ সালে সেটি ছিল রাজার নবমবার ম্যাচসেরা হওয়ার ঘটনা, যা এ বছর সব সংস্করণ মিলিয়ে কোনো খেলোয়াড়ের জন্য সবচেয়ে বেশি। তবে এমন কীর্তি গড়ার সেই ম্যাচে রাজা সমালোচিত হয়েছেন তাঁর উদ্ধত আচরণে।সেই ঘটনার সূত্রপাত জিম্বাবুয়ের ইনিংসের ১৪তম ওভারে। রাজার সঙ্গে তখন ক্রিজে ছিলেন অভিষিক্ত ব্রায়ান বেনেট, বোলিংয়ে জশ লিটল। সেই ওভারে লিটল রাজাকে বারবার স্লেজিং করছিলেন। প্রথম ৪ বল পর্যন্ত রাজা চুপচাপই ছিলেন। কিন্তু পঞ্চম বলে সিঙ্গেল নেওয়ার পথে লিটল মাঝে এসে দাঁড়ালে রেগে যান রাজা। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এ সময় সতীর্থ লিটলের হয়ে রাজার সঙ্গে তর্ক জুড়ে দিতে ছুটে আসেন ক্যাম্ফার। এতেই মেজাজ হারিয়ে ব্যাট হাতে ক্যাম্ফারের দিকে তেড়ে যান জিম্বাবুয়ে অধিনায়ক। তাঁকে থামাতে ছুটে আসতে হয় দুই অনফিল্ড আম্পায়ার ফরস্টার মুটিজওয়া ও আইনো চাবিকে। পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিংও। দুই অধিনায়ক আলোচনার পর পরিস্থিতি ঠান্ডা হলে আবার খেলা শুরু হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct