অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে দ্রুত মামলার নিষ্পত্তির জন্য লোক আদালত অনুষ্ঠিত হল শনিবার। দীর্ঘদিন ধরে চলা মামলার দ্রুত নিষ্পত্তিতে উদ্যোগী দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষে তরফে জেলা আদালত চত্বরে আইনি পরিষেবা কর্তৃপক্ষের নিজস্ব ভবনে এই লোক আদালতের আয়োজন করা হয়। প্রায় ৩০০ টি কোর্টের মামলা ও ব্যাঙ্ক রিকভারির ২২০০ টি আবেদন জমা পড়েছিল জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে। এরমধ্যে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে তৎক্ষণাতই বেশ কিছু মামলা নিষ্পত্তি করা হয়।এদিনের এই লোক আদালতে উপস্থিত ছিলেন বালুরঘাট জেলা আদালতের বিচারক শুভায়ু ব্যানার্জি, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সেক্রেটারি ইনচার্জ কনিকা রায় সহ আরো অনেকে। এবিষয়ে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে এক ব্যক্তি জানান, ‘গোটা ভারতবর্ষের সাথে আজকে আমাদের এখানেও ন্যাশনাল লোক আদালত চলছে। এটা বছরে চতুর্থ তথা শেষ লোক আদালত। আজ ব্যাংক, কোর্ট কেসের সহ সব কিছু নিয়েই একযোগে ন্যাশনাল লোক আদালত চলছে। সব মিলিয়ে পাঁচটা বেঞ্চে মামলা নিষ্পত্তি কাজ চলছে।আশা করছি বেশ কিছু মামলার নিষ্পত্তি হবে।এখানে খুবই ভালো সাড়া পাওয়া যাচ্ছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct