সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: পথশ্রী প্রকল্পে তৈরি হওয়া রাস্তার ১৫ দিনের মধ্যেই আঙ্গুলের টানেই উঠছে পিচ, নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের । সবেমাত্র তৈরি হয়েছে পাঠাচ্ছি প্রকল্পের মধ্য দিয়ে জেলাপরিষদের পক্ষ থেকে কোটি কোটি টাকা ব্যয় করে তৈরী হয়েছে পিচ রাস্তা। সেই রাস্তায় বর্তমানে হাতের আঙ্গুলের টানে চাঙড় চাঙ্গড় পিচ উঠে আসছে। বিক্ষোভে ফেটে পড়ছে গ্রামবাসীরা। পথশ্রী প্রকল্প কে কটাক্ষ পকেটশ্রী প্রকল্প বলে গ্রামবাসীরা। এই চিত্র বাঁকুড়ার সিমলাপালের মাচাতোড়া গ্রামপঞ্চায়েতের শুশুনিয়া মোড় থেকে কাসাচরা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পিচ রাস্তার। প্রশ্ন উঠছে ঠিকাদারি সংস্থা ও একশ্রেণির আধিকারিকদের যোগসাজসে এই রাস্তার নিম্নমানের কাজ হয়েছে। রাস্তা পুনরায় নতুন করে করা হোক দাবী এলাকার মানুষদের। গ্রামবাসীরা আরো অভিযোগ করছেন রাস্তা তৈরীর সময়ই তারা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছিল বুঝতে পেরেই বাধা দিয়েছিল কিন্তু তাতে কোনো কর্নপাত করেনি ঠিকাদার সংস্থা বা আধিকারিকরা। তবে কোটি কোটি টাকা দিয়ে রাস্তা নির্মাণের নামে নিম্নমানের রাস্তা করে তাদের পকেট ভরছে তারা।এই বিষয়ে বিরোধী দলের নেতা আলোক মহান্তি অভিযোগ করেন, শাসক দলের নেতারা কাটমানি খাওয়া অবশিষ্ট টাকায় রাস্তাগুলির তৈরীর জন্য অবস্থা এমন হচ্ছে রাস্তা গুলির।অন্যদিকে বাঁকুড়া জেলা পরিষদের সদস্য মমতা সিংহ মহাপাত্র জানান, বিষয়টি নিয়ে তার জানা নেই খোঁজ খবর নিয়ে দেখছি, যদি সত্যই নিম্নমানের হয়ে থাকে রাস্তা তাহলে ঐ ঠিকাদারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct