আপনজন ডেস্ক: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি শনিবার সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে কংগ্রেস কর্তৃক জনগণকে দেওয়া ছয়টি গ্যারান্টির মধ্যে দুটি বাস্তবায়নের সূচনা করেছেন। তিনি রাষ্ট্রীয় মালিকানাধীন টিএসআরটিসি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে ভ্রমণ এবং রাজীব আরোগ্যশ্রী প্রকল্পের আওতায় কভারেজ বর্তমান ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করার প্রকল্পের উদ্বোধন করেন।মহিলা মন্ত্রী সীতাক্কা এবং কোন্ডা সুরেখা বিধানসভা প্রাঙ্গণে পুরো মন্ত্রিসভা এবং কংগ্রেস বিধায়কদের উপস্থিতিতে বাসটির উদ্বোধন করেন। মুখ্য সচিব শান্তি কুমারী এবং বক্সিং চ্যাম্পিয়ন নিখাত জারিনও উপস্থিত ছিলেন।নিখাত জারিনের ালিম্পি প্রস্তুতির জন্য ২ কোটি টাকা বরাদ্দও করা হয়। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, উপ-মুখ্যমন্ত্রী মাল্লু ভাট্টি বিক্রমারকা, প্রোটেম স্পিকার আকবরুদ্দিন ওয়েইসি এবং মন্ত্রীরা টিএসআরটিসির শূন্য টিকিট এবং রাজীব আরোগ্যশ্রী প্রকল্পের নতুন লোগো এবং পোস্টার উন্মোচন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রেবন্ত রেড্ডি বলেন, কংগ্রেস সরকার সোনিয়া গান্ধীর জন্মদিনে ছয়টি গ্যারান্টির মধ্যে দুটি বাস্তবায়ন করছে। তিনি সোনিয়া গান্ধীকে তেলেঙ্গানার মা বলে বর্ণনা করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct