সাদ্দাম হোসেন, আলিপুরদুয়ার, আপনজন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন উত্তবঙ্গ সফরে পাহাড়ে অবস্থান করছেন। শনিবার জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে নয়াদিল্লিতে ১৮ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে যে কোনও তারিখে রাজ্যের কেন্দ্রীয় পাওনা নিয়ে আলোচনার জন্য সময় চেয়েছেন।তিনি বলেন, আমি আমার কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে নিয়ে তার সঙ্গে দেখা করব। কেন্দ্রীয় সরকার বাংলার বকেয়া পরিশোধ করছে না, বিশেষ করে ১০০ দিনের কাজের জন্য। মমতা হুঁশিয়ারি দেন, প্রধানমন্ত্রী যদি আমাদের সময় না দেন, আমি দেখব আমি কী করতে পারি। মমতা আরও জানান, তিনি ১৭ ডিসেম্বর নয়া দিল্লি যাবেন, ২০ ডিসেম্বর পর্যন্ত সেখানে থাকবেন এবং সেখানে বিরোধী দলের জোট ‘ইন্ডিয়া’-র বৈঠকেও যোগ দেবেন। তিনি বলেন, আমি এ মাসের ১৮, ১৯ বা ২০ তারিখের যেকোনো একটি দিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছি।তিনি কেন্দ্রে কাছে বকেয়া নিয়ে বলেন, এমজিএনআরইজিএ-র মতো বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের আওতায় রাজ্য যে তহবিল পাওয়ার যোগ্য, তার অনেকগুলোই আসছে না। কেন্দ্রের কাছ থেকে রাজ্যকে তার আর্থিক পাওনা থেকেবঞ্চিত করা হচ্ছে।এমনকি তারা স্বাস্থ্য বিভাগকে আমাদের অংশের তহবিল দেওয়াও বন্ধ করে দিয়েছে। যদিও তারা আমাদের বেতন দেয় না, আমরা কোনও প্রকল্প বন্ধ করিনি। কেন্দ্র জিএসটি নিচ্ছে, কিন্তু আমাদের অংশ আমাদের কাছে পাঠাচ্ছে না। মমতার অভিযোগ, কেন্দ্র বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের জন্য তহবিলের ভাগ বন্ধ করে দিয়েছে, তবুও রাজ্য এখনও নিজস্ব সম্পদ দিয়ে তা চালিয়ে যাচ্ছে।গত মার্চে রেড রোডে বি আর আম্বেদকরের মূর্তির সামনে কেন্দ্রের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলে রাতভর বসেছিলেন মমতা। তার ভাইপো তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাংসদ ও মন্ত্রীদের নিয়ে গত ২ ও ৩ অক্টোবর নয়াদিল্লিতে বিক্ষোভ দেখান। তিনি কলকাতায় ফিরে এসে রাজভবনের সামনে, বিশেষ করে একশো দিনের কাজে বকেয়া এমজিএনআরইজিএস তহবিলের দাবিতে বিক্ষোভ দেখান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct