আপনজন ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ঘোষণা করেছেন, তিনি আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুসারে, রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস বলেছে, রাশিয়ার হিরোস অব ফাদারল্যান্ড ডে উপলক্ষে ক্রেমলিনে আয়োজিত একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পর অংশগ্রহণকারীদের সঙ্গে কথোপকথনের সময় পুতিন বলেছেন, তিনি পঞ্চম মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct