নিজস্ব প্রতিবেদক, তমলুক, আপনজন: পূর্ব মেদিনীপুর জেলায় ইনসাফ যাত্রা আজ দ্বিতীয় দিন।সকালে তমলুকের রাধামনি থেকে হয়ে জাতীয় রোড ধরে নিমতৌড়ি মোড়,কুলবেড়িয়া, হাসপাতাল মোড়,তমলুক শহর দুপুরে ডিমারী সহ এলাকায় পথপরিক্রমা করে সন্ধ্যায় মেচেদার বিশাল সমাবেশে ইনসাফ যাত্রা এসে মিলে যায়। মেচেদার সমাবেশে বক্তব্য রাখেন-- ইব্রাহিম আলী,তাপস সিনহা,যতিন মহন্তী, ধ্রুবজ্যোতি সাহা, ফিরদৌস সামীম, মিনাক্ষী মুখার্জি। সভাপতিত্ব করেন সুকুমার মইশাল। ৯ই ডিসেম্বর-- সকালে মেচেদা থেকে কোলাঘাট হয়ে হাওড়া জেলায় পৌছাবে ।আজ ৩৬ দিনে ইনসাফ যাত্রা চলছে।এই ইনসাফ যাত্রায় উপস্থিত যুব সংগঠনের সর্বভারতীয় প্রাক্তন সাধারণ সম্পাদক তাপস সিনহা, বর্তমান সর্বভারতীয় যুব সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য, বাংলার যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি, ধ্রুব জ্যোতি সাহা, উড়িষ্যার যুব নেতা যতীন মহন্তী, -গণ আন্দোলনের নেতা নিরঞ্জন সিহি, হিমাংশু দাস, যুব নেতা ইব্রাহিম আলী প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct