আপনজন ডেস্ক: অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা দুই মাস ধরে চলতে থাকা এই হামলায় এখন পর্যন্ত ১৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তাদের এই আগ্রাসনের জেরে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। তাতে অবশ্য হেলদোল নেই ইসরায়েলিদের মধ্যে। বেসামরিক ফিলিস্তিনিদের হতাহতের সংখ্যা কমানোর এবং স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের জন্য আন্তর্জাতিক চাপও বাড়ছে। তাতেও নত হওয়ার ব্যাপারে ভাবছে না তারা। উল্টে ইসরায়েল প্রধান সাফ বলে দিয়েছেন, 'হামাসের আত্মসমর্পণের মাধ্যমে গাজায় যুদ্ধ শেষ হবে।'ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মুখপাত্র ওফির গেন্ডেলম্যান বলেন, ‘হামাস নেতারা ইসরায়েলি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করার শর্তে গাজার যুদ্ধ শেষ হতে পারে। পাশাপাশি ওরা যাদের বন্ধি করেছে, তাদের সবাইকে ফিরিয়ে দিতে হবে। আমাদের বাহিনী গাজার হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের (খান ইউনিসের) বাড়ি ঘেরাও করেছে।আমাদের লক্ষ্য হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তাকে গ্রেপ্তার করা।’গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আহ্বানও প্রত্যাখ্যান করে গেন্ডেলম্যান বলেছেন, ‘যুদ্ধবিরতির এই আহ্বান গাজায় হামাসকে ক্ষমতায় রাখার আহ্বানের সমতুল্য। আমরা এটিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct