নিজস্ব প্রতিবেদক, বহরমপুর, আপনজন: মেডিক্যাল কলেজ হাসপাতালে একসাথে এতো সংখ্যক শিশুর মৃত্যুর তদন্তে এবার হাজির হ’ল রাজ্য স্বাস্থ্য দপ্তরের ২ সদস্যের প্রতিনিধি দল। শুক্রবার রাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে পৌঁছান তারা। সরাসরি তারা উপস্থিত হন মেডিক্যাল কলেজ হাসপাতালের এসএনসিই্বউ ভাগে। কী কারণে হঠাৎ এতো সংখ্যক শিশুর মৃত্যু হ’ল বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখছেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের ২ প্রতিনিধি ডাঃ বি. কে. পাত্র ও ডাঃ অভিজিৎ ভৌমিক। অন্যদিকে, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল অমিত দাঁ জানিয়েছেন- ২৪ ঘন্টায় ১০টি শিশু মৃত্যুর পর গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও চারটি সদ্যোজাত শিশুর। সব মিলিয়ে গত ৪৮ ঘন্টায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মোট ১৪টি শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি। কেন এত শিশুর মৃত্যু হচ্ছে এবং এর পেছনে প্রকৃত কারণ কি তা অনুসন্ধান করতেই স্বাস্থ্য দপ্তরের দুই প্রতিনিধি ওই হাসপাতালের গর্ভবতী বিভাগ সহ শিশু বিভাগে যান। কথা বলেন মৃত সদ্যোজাত শিশুদের মায়ের সঙ্গে। সবকটিই মৃত শিশুদের রিপোর্ট সংগ্রহ করেন তারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct