আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে ১ দশমিক ৪ মিলিয়ন ডলারের কর ফাঁকির মামলা দায়ের করেছেন ফেডারেল প্রসিকিউটররা। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের জেলা আদালতে হান্টারের বিরুদ্ধে কর ফাঁকির ৯টি অভিযোগে এ মামলা দায়ের করেন প্রসিকিউটর ডেভিড ওয়েইস। অভিযোগের মধ্যে রয়েছে কর দাখিল না করা, ভুয়া ট্যাক্স রিটার্ন ও কর ধার্য মূল্যায়ন ফাঁকি দেওয়া।মামলার অভিযোগে বলা হয়েছে, হান্টার বাইডেন ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত চার বছরের একটি স্কিমে যুক্ত। কিন্তু স্কিমের বিপরীতে ফেডারেল ট্যাক্সে কমপক্ষে ১ দশমিক ৪ মিলিয়ন ডলার পরিশোধ করেননি তিনি।প্রসিকিউটররা অভিযোগ করেন, তিনি মাদক, এসকর্ট, গার্লফ্রেন্ড, বিলাসবহুল হোটেল, বিদেশী গাড়ি, পোশাক এবং ব্যক্তিগত অন্যান্য বিষয়ে বিপুল অর্থ ব্যয় করেছেন। তবে কর পরিশোধ করেননি।বিচার বিভাগ বলেছে, এ মামালায় দোষী সাব্যস্ত হলে ১৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে হান্টারের।এদিকে বৃহস্পতিবার দায়ের হওয়া হান্টারের এ মামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউজ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct