মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: সদ্য বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন প্রাক্তন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা বর্তমান রায়নার বিধায়ক শম্পা ধারা। গত কালই বিধানসভা অধিবেশন থেকে ফিরেছেন । তারপরেই মাঠে নেমে পড়েছেন চাষীদের দুর্দশা দেখতে। নিজে কৃষক পরিবারের সন্তান । কৃষিকাজে তিনি যথেষ্ট পারদর্শী। শম্পা ধারা আগে ধানকাটা ,ধান রোয়া বা অন্যান্য কাজও নিজে মাঠে নেমে করেছেন । নিজে চাষী পরিবারের সন্তান হয়ে চাষীদের দুঃখ দুর্দশা তিনি অনুধাবন করার চেষ্টা করলেন বিভিন্ন চাষীদের সঙ্গে কথা বলে।শস্যগোলা রায়নার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত ।তিনি আশ্বস্ত করলেন যে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চাষীদের সঙ্গে আছেন তাদেরকে সবরকম সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। বিমার মাধ্যমে চাষীদের যেভাবে রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাষীদের পাশে দাঁড়িয়েছেন সেটা দেশে এক বিরল দৃষ্টান্ত । বিধায়িকা শম্পা ধারা আরো আশাবাদী যে চাষীরা এই বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াবে ।চাষিরা আবার নতুন সূর্য দেখবে। স্থানীয় বহরমপুর গ্রামের চাষী জামাল উদ্দিন দুঃখ প্রকাশ করেন যে তার দশ বিঘা জমি প্রায় সবটাই ক্ষতিগ্রস্ত, তিনি রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আহ্বান জানান যে শস্য বীমার মাধ্যমে যে টাকা পাওয়া যায় তার থেকে যদি টাকার পরিমাণ একটু বাড়িয়ে দেয়া যায়। চাষের জন্য যে খরচা হয়েছে সে খরচা কোনভাবে উঠবে না চাষী জামালউদ্দিন জানিয়েছেন ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct