আপনজন ডেস্ক: সৌদি আরবের রয়েল এয়ার ফোর্সের একটি এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা দুই পাইলট নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়।সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি জানান, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে দাহরানের কিং আবদুল আজিজ বিমানঘাঁটিতে নিয়মিত প্রশিক্ষণের সময় একটি এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা দুই ক্রু সদস্য নিহত হন।নিহত পাইলটদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আরো বলেন, বিমান বিধ্বস্তের কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। এর আগে গত জুলাইয়ে খামিস মুশাইতে প্রশিক্ষণের সময় সৌদি আরবের একটি এফ-১৫ বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা দুই পাইলট নিহত হয়। এছাড়াও গত বছরের নভেম্বরে কিং আবদুল আজিজ বিমানঘাঁটিতে কারিগরি ত্রুটির কারণে আরেকটি এফ-১৫ বিমান বিধ্বস্ত হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct