সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: পথশ্রী প্রকল্পের রাস্তা নিয়ে ক্ষোভ গ্রামবাসীদের । নতুন রাস্তায় উঠে যাচ্ছে পিচের অংশ । নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মান হয়েছে রাস্তা অভিযোগ এলাকাবাসীর ।এখনও সম্পূর্ন হয়নি রাস্তার কাজ এর মধ্যেই রাস্তার পিচ উঠে যাচ্ছে অনায়াসে । রাস্তার পিচ তুলে নিম্ন মানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ তুললেন গ্রামের মানুষ । দুর্নীতি হয়েছে পথশ্রী প্রকল্পের এই রাস্তায় এমন অভিযোগ তুলে ক্ষোভ গ্রামবাসীদের । নিম্ন মানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে কেন প্রশাসনের নজর নেই প্রশ্ন তুললেন গ্রামের মানুষজন । ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক এবং ভালো রাস্তা নির্মানের দাবি তুললেন গ্রামের মানুষজন । বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বেলশুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তালতলা বাজার থেকে বেলশুলিয়া জলের টাঙ্ক পর্য্যন্ত রাস্তা নিয়ে সরব হয়েছেন এলাকার মানুষজন । বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বেলশুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তালতলা বাজার থেকে বেলশুলিয়া জলের টাঙ্কি পর্য্যন্ত ২.৫ কিমি রাস্তাটি নির্মান হচ্ছে বাঁকুড়া জেলা পরিষদের পথশ্রী প্রকল্পে । কয়েক মাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি এই রাস্তা উদ্বোধন করেছিলেন । রাস্তা নির্মানের সময়ে নিম্ন মানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিয়েছিলেন এলাকার মানুষ । প্রশাসন ওই ঠিকাদার সংস্থা কে সতর্ক করে রাস্তার কাজে যাতে গুনগতমান ঠিক করে করা হয় তা নির্দেশ দেওয়া হয়েছিল । বর্তমানে রাস্তা প্রায় শেষের মুখে । কিন্তু রাস্তা নির্মানের শেষের পথে ফের রাস্তার গুনগত মান নিয়ে প্রশ্ন তুলে সরব হলেন এলাকার মানুষ । অভিযোগ নতুন রাস্তার গুনগত মান এতটায় খারাপ যে রাস্তায় পিচের অংশ উঠে যাচ্ছে হাত দিয়ে । গাড়ি চললে গাড়ির চাকাতে উঠে আসছে পিচের অংশ । নতুন রাস্তার এমন হাল থেকে প্রবল ক্ষোভ এলাকাবাসীর । সরকার কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচা করে রাস্তা তৈরি করছে আর দুর্নীতি করে একশ্রেনীর ঠিকাদার তা লুটে চলেছে । এই দুর্নীতিতে প্রশাসন ও তৃণমূলের যোগ রয়েছে বলেও দাবি করেছেন বিক্ষুব্ধ গ্রামের মানুষ । শুক্রবার সকাল থেকে গ্রামের এই রাস্তার কাজ বন্ধ করে উচ্চ পর্য্যায়ের তদন্তের দাবি তুলে ঠিকাদার সংস্থা ও দুর্নীতির সাথে যুক্তদের শাস্তির দাবি তুলেছেন এলাকার মানুষজন । পাশাপাশি প্রশাসনের নজরদারি অভাবে এমন ঘটনা ঘটছে বলেও অভিযোগ তুলেছেন মানুষজন ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct