আপনজন ডেস্ক: সিপিআই (এম) শুক্রবার দাবি করেছে যে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার সংসদের জন্য একটি “কালো দিন”। সিপিআই (এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী মৈত্রের বিরুদ্ধে এই পদক্ষেপকে “অত্যধিক সক্রিয়তা” হিসাবে বর্ণনা করে বলেছেন যে এটি লোকসভায় বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ব্যবহারের প্রদর্শন।সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, “এটি সংসদের জন্য একটি কালো দিন। ‘ক্যাশ ফর কোয়েরি’ বিষয়ে নৈতিকতা কমিটির সুপারিশ গ্রহণ করে লোকসভা মৈত্রকে সংসদ থেকে বহিষ্কার করে। এটিকে ‘অবিচার’ বলে দাবি করে চক্রবর্তী বলেন, মৈত্রকে অভিযোগকারী, বিজেপি লোকসভা সদস্য নিশিকান্ত দুবেকে জেরা করার সুযোগ দেওয়া হয়নি।ব্যবসায়ী দর্শন হিরানন্দানি স্বাক্ষরিত হলফনামায় দাবি করেছিলেন যে মৈত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে “অপমান ও বিব্রত” করার জন্য শিল্পপতি গৌতম আদানিকে টার্গেট করেছিলেন।অন্যদের সঙ্গে পরিচয়পত্র ভাগাভাগি এবং এক ব্যবসায়ীর কাছ থেকে উপহার গ্রহণের দায়ে দোষী সাব্যস্ত করে লোকসভা তৃণমূল সাংসদকে বহিষ্কারের কথা ঘোষণা করে শুক্রবার।লোকসভার এথিক্স কমিটি মৈত্রকে ‘ক্যাশ ফর কোয়েরি’ অভিযোগে সংসদ থেকে বহিষ্কারের সুপারিশ করেছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct