সাদ্দাম হোসেন, জলপাইগুড়ি, আপনজন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুক্রবার ‘ক্যাশ ফর কোয়েরি’ মামলায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে লোকসভা থেকে তার সাংসদ পদ খারিজের সিদ্ধান্তের নিন্দা করেছেন এবং এই পদক্ষেপকে দেশের সংসদীয় গণতন্ত্রের সাথে “বিশ্বাসঘাতকতা” বলে অভিহিত করেছেন। মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজে সংসদের এথিক্স কমিটির রিপোর্ট গৃহীত হয়েছিল যাতে একজন ব্যবসায়ীর কাছ থেকে উপহার গ্রহণ এবং অবৈধ ঘুষ গ্রহণের জন্য দোষী সাব্যস্ত করা হয়। এটা সংসদীয় গণতন্ত্রের জন্য লজ্জাজনক। মহুয়া মৈত্রকে যেভাবে তার সাংসদ পদ বাতিল করা হয়েছে তার নিন্দা জানাই। দল তার পাশে আছে। এই লড়াইয়ে মহুয়া জয়ী হবেন। জনগণই এর বিচার করবেন। আগামী লোকসভা নির্বাচনে বিজেপি পরাজিত হবে। মমতা বলেন, ‘পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে করা হল। মহুয়ার সঙ্গে সুবিচার করা হল না। ওর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশও দেওয়া হল, আবার ওকে লোকসভা থেকে বহিষ্কারও করা হল। আধ ঘণ্টার মধ্যে কেউ ৪৭৫ পৃষ্ঠার রিপোর্ট পড়ে ফেলতে পারেন। ওরা সব কিছুই ঠিক করে রেখেছিল। পুরোপুরি অগণতান্ত্রিকভাবে সাংসদ পদ খারিজ করা হল মহুয়াকে। তৃণমূল নেত্রী অভিযোগ করেন, বিজেপি মৈত্রকে তার অবস্থান ব্যাখ্যা করতে দেয়নি।মহুয়াকে সমর্থন করার জন্য বিজেপি বিরোধী জোট ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়ে তৃণমূল নেত্রী আশা প্রকাশ করেন, আগামী লোকসভা নির্বাচনে বিরোধী জোটের সমস্ত দল একসাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।আগামী লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর থেকে মহুয়াকে টিকিট দেওয়া হবে কি না জানতে চাওয়া হলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী নির্বাচনে মহুয়াকে টিকিট না দেওয়ার কোনও কারণ নেই। ইতিমধ্যেই তাঁকে কৃষ্ণনগরের জেলা সভাপতি করা হয়েছে।মহুয়া আরও বড় জয় নিয়ে সংসদে ফিরবেন। তিনি আরও বলেন, বিজেপি মনে করে, যা খুশি তাই করতে পারে কারণ তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাদের অবশ্যই মনে রাখতে হবে এমন একটি দিন আসতে পারে যখন তারা ক্ষমতায় নাও থাকতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct