আপনজন ডেস্ক: তেলেঙ্গানা বিধানসভার প্রথম অধিবেশনের প্রো-টেম স্পিকার হিসাবে কে কাজ করবেন তা নিয়ে বিতর্কের অবসান হয়েছে। এআইএমআইএম নেতা আকবরউদ্দিন ওয়াইসি প্রোটেম স্পিকার নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টায় তিনি শপথ নেবেন। রাজভবনে আকবরউদ্দিন ওয়াইসিকে শপথ পড়াবেন রাজ্যপাল তামিল সাই সুন্দ্রা রাজন। নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রো টেম স্পিকার দায়িত্ব পালন করেন। তবে মিম বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি ছয়বার বিধানসভায় নির্বাচিত হয়েছেন। রাজ্যে নতুন সরকার গঠনের প্রেক্ষাপটে, বিধানসভার প্রথম অধিবেশনে প্রো-টেম স্পিকার হিসাবে কে নির্বাচিত হবেন তা নিয়ে কৌতূহল ছিল, তবে এখন সরকার ঘোষণা করেছে যে আকবরুদ্দিন ওয়াইসি-পন্থী হিসাবে। প্রোটেম স্পিকার নির্বাচন করা হয়েছে যার পর সব জল্পনার অবসান হল। তবে বিজেপি বিধায়ক রাজা সিং জানিয়েছেন, আকবরউদ্দিন ওয়েসিকে প্রোটেম স্পিকার করায় বিজেপি বিধায়করা শপথ নেবেন না তার হাত ধরে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct