আপনজন ডেস্ক: তবলিগি জামাতের ৭৪তম বিশ্ব ইজতেমা শুক্রবার সকাল থেকে শুরু হল মধ্যপ্রদেশের ভোপাল শহরের নিকটবর্তী ঘাসিপুরার এঁটখেড়িতে। ৩০০ একরেরও বেশি জায়গায় বড় প্যান্ডেল তৈরি করা হয়েছে যেখানে জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টি এড়াতে তাঁবুটি জলরোধী করা হচ্ছে। সেই সঙ্গে ঠাণ্ডা থেকে মুক্তি পেতে বোনফায়ারও ব্যবহার করা হবে।গত বছর করোনার কারণে বিদেশি জামাত না এলেও এবারে জামাত আসার কথা রয়েছে।
শুক্রবার ফজরের নামাজের পর মাওলানা জামশেদ সাহেবের ভাষণের মধ্য দিয়ে শুরু হয় তবলিগ জামাতের বিশ্ব ইজতেমা। সোমবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে চার দিনব্যাপী এ ইজতেমা। এই চার দিনে দিল্লি মারকাজ-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে উলেমারা ইসলামের দাওয়াতি কাজের উপর বক্তব্য রাখবেন। ইজতেমার জন্য ১২৫টি প্যান্ডেল, ৮০টি ফুড জোন ও ওজুর জন্য ১৬ হাজার ট্যাপের আয়োজন করা হয়েছে, যাতে প্রায় ১০ লাখ সমাগম হওয়ার আশা করছেন ইজতেমা কর্তৃপক্ষ। স্থানীয় স্বেচ্ছাসেবক ও বিভিন্ন সরকারি সংস্থার নিরন্তর প্রচেষ্টায় ইজতেমা ময়দানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার থেকে তবলিগি জামাতের সদস্যদের আগমনের প্রক্রিয়া শুরু হয়, যা গভীর রাত পর্যন্ত চলে। শুক্রবার সকালে ফজরের নামাজের পর শুরু হওয়া তাকরির ও বিবৃতি পর্বে যোগ দিতে সকাল থেকেই লোকজন ইজতেমায় আসতে শুরু করে। বিগত বছরগুলোর তুলনায় এ বছর জামায়াতের সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। গত বছর করোনার কারণে বিদেশি জামাত না এলেও এবারে বিদেশি জামাতের আসার কথা রয়েছে।
সারা বিশ্বের জামাতগুলো আলামি তবলিগি ইজতিমায় অংশগ্রহণ করে। এর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, জর্ডান, আফগানিস্তান, কানাডা, আমেরিকা প্রভৃতি দেশ, কিন্তু পাকিস্তানের সঙ্গে খারাপ সম্পর্কের কারণে গত কয়েক বছর ধরে এখানকার জামায়াত নিষিদ্ধ রয়েছে। ভোপাল তাবলিগ ইজতেমার মুখপাত্র আতিক উল ইসলাম বলেন, এ বছরও এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
সংগঠকদের পক্ষে ড. মেহতাব আলম জানান, ইজতেমায় ৮০টি ফুড জোন, ৬০টি পার্কিং লট স্থাপন করা হয়েছে। সারা বিশ্ব থেকে আগত জামাতদের খাবারের ব্যবস্থায় এখানে প্রায় ৮০টি ফুড জোন তৈরি করা হয়েছে। চা, সকালের নাস্তা, মধ্যাহ্নভোজ এবং পানীয় জল ভর্তুকি মূল্যে পাওয়া যাবে। ‘নো লস নো প্রফিট’ এই কনসেপ্ট নিয়ে ইজতিমাগাহ ৬০ টাকায় পুরো খাবার, ২০ টাকায় ব্রেকফাস্ট পরিবেশন করবে। একইভাবে পানীয় জলের বোতলও কম টাকায় পাওয়া যাবে।
ইজতেমায় জামাতের ওজু করার জন্য প্রায় ১৬ হাজার ট্যাপ স্থাপন করা হয়েছে। গোসল ও ওযুর জন্য গরম জলেরও ব্যবস্থা থাকছে। গোসল ও শৌচাগারের জন্য প্রতিদিন প্রায় এক কোটি লিটার জল সরবরাহ করা হচ্ছে। এছাড়া ৯টি জোনে নির্মিত ওজু খানার বিশেষ ব্যবস্থা রয়েছে। রাতে এশার নামাজ থেকে শুরু করে সকালে ফজর পর্যন্ত বিনামূল্যে চা ও ডিম সরবরাহ করা হবে। একজন স্বেচ্ছাসেবক স্বেচ্ছায় এই ব্যবস্থা করেছেন। অগ্নি নিরোধকের বিষয়ে কর্পোরেশনও ব্যবস্থা নিয়েছে। ১০ টি ফায়ার ব্রিগেড এবং ৫০ জনেরও বেশি কর্মী ২৪ ঘন্টা মোতায়েন করা হবে।
১৭ কিলোমিটার দীর্ঘ জলের পাইপলাইন স্থাপন করা হয়েছে। জামায়াতের জন্য সাড়ে চার হাজার টয়লেট নির্মাণ করা হয়েছে।
এখানে ইজতেমায় আগতদের যানবাহন চলাচলের জন্য প্রায় ৬০টি পার্কিং জোন করা হয়েছে, প্রায় ২৫০ একর জমির ওপর নির্মিত এসব পার্কিং লটে বড় যানবাহন, চার চাকার ও দুই চাকার গাড়ি আলাদাভাবে পার্কিং করা যাবে। বিশ্ব ইজতেমা সফল করে তুলতে এলাকার হিন্দু সম্প্রদয়ের মানুষরাও সহযোগিতার হাত বাড়িয়েছেন। এখানে জলের ব্যবস্থার জন্য স্থাপিত ৫২টি নলকূপের মধ্যে প্রায় এক ডজন হিন্দু সম্প্রদায়ের। এর মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবী সংস্থার কিছু স্থানীয় কৃষক। এ ছাড়া সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সনাতন ধর্মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা রয়েছেন, যারা সরকারি চাকরির সঙ্গে অতিরিক্ত ফজিলত হিসেবে ইজতেমায় অংশ নিচ্ছেন। ইজতেমার ৭৫ বছরের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠানের প্রথম দিনে অনুষ্ঠিত হবে গণবিবাহ। এবার ৩৫০টিরও বেশি বিয়ে নিবন্ধিত হয়েছে। ইজতেমায় আগতদের জন্য কিছু বিশেষ বিধিনিষেধও রাখা হয়েছে। এতে বলা হয়েছে, নিবন্ধন ছাড়া ইজতেমায় প্রবেশ করা যাবে না। এছাড়া ইজতেমা স্থলে পলিথিন ও বিড়ি সিগারেটের ব্যবহার নিষিদ্ধ করা হবে। সমস্ত প্রবেশ দ্বারে চেকিং পয়েন্ট স্থাপন করা হয়েছে। যা স্বেচ্ছাসেবকদের দ্বারা পর্যবেক্ষণ করা হবে। ইজতেমার নিরাপত্তার জন্য প্রায় ২,২০০ সৈন্য মোতায়েন করা হচ্ছে এবং ২৬ টি অস্থায়ী পুলিশ পোস্ট স্থাপন করা হচ্ছে। এ ছাড়া প্রায় ২৫০ জন ট্রাফিক পুলিশ যানবাহন নিয়ন্ত্রণের জন্য মোতায়েন করা হচ্ছে। পুরো অনুষ্ঠান চলাকালীন একটি সিসিটিভি নিয়ন্ত্রণ কক্ষও স্থাপন করা হচ্ছে। ইজতেমা ব্যবস্থাপনার বিশেষ দায়িত্বে রয়েছেন জাভেদ মিয়া কাঞ্জে, মৌলভী মিসবাহ উদ্দিন, হাকিম সাহেব, মুন্নে মিয়া প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct