এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-এর বিরূপ মন্তব্যের অভিযোগে বৃহস্পতিবার প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস ৷ এ দিন দিল্লিতে তৃণমূলের মহিলা এমপিরা এবং কোলকাতায় তৃণমূল মহিলা নেত্রী-মন্ত্রীরা বিক্ষোভ প্রদর্শন করে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন । কলকাতার হাজরা মোড়ে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভে নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । এ সময়ে তারা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের বিরুদ্ধে লেখা ‘ধিক্কার-ধিক্কার, গিরিরাজ সিংকে ধিক্কার’, ‘বাংলার মা-বোনেরা দিচ্ছে ডাক, বিজেপি সরকার নিপাত যাক’, ইত্যাদি পোস্টার গলায় ঝুলিয়ে বিভিন্ন শ্লোগান দেন ৷ অন্যদিকে বৃহস্পতিবার সংসদ চত্বরে গান্ধী মূর্তির সামনে পোস্টার প্রদর্শনের মধ্যদিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তৃণমূলের নারী এমপি’রা । উপস্থিত ছিলেন মৌসম বেনজির নূর, মহুয়া মৈত্র, শতাব্দী রায়, মালা রায়, প্রতিমা মণ্ডল এবং অপরূপা পোদ্দার । তৃণমূল এমপিদের দাবি, অবিলম্বে কেন্দ্রীয় মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে এবং তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করতে হবে। প্রসঙ্গত, গত মঙ্গলবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড শিল্পীদের সঙ্গে থিম সংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণ প্রসঙ্গে বুধবার কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং মমতাকে কটাক্ষ করে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় অন্য দুনিয়ায় রয়েছেন । বাংলায় যখন গরিবের অধিকার কেড়ে নিয়ে দুর্নীতি হচ্ছে, তখন উনি ফিল্ম ফেস্টিভ্যালে সালমান খানের সঙ্গে ঠুমকা লাগাচ্ছেন । এটা দুর্ভাগ্যজনক !’ কেন্দ্রীয় মন্ত্রীর এমনই মন্তব্যে তৃণমূল মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে ৷ প্রতিবাদে সরব হচ্ছেন তৃণমূল নেতৃত্বরা
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct