সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: মিগজাউম-এর প্রভাবে গত ২৪ ঘন্টায় ৪৫.৯ মিলিমিটার বাঁকুড়া জেলায় বৃষ্টি হয়েছে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে ধান চাষী ও সবজি চাষীরা। ঘূর্ণিঝড় মিগজাউম এর প্রভাবে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বাঁকুড়া জেলাতেও শুরু হয়েছে বৃষ্টিপাত । গত ২৪ ঘণ্টায় বাঁকুড়া জেলায় মোট বৃষ্টিপাতের পরিমাণ ৪৫.৯ মিলিমিটার । আর এই বৃষ্টির ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে ধান চাষি ও সবজি চাষীরা । সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে বেগুন ঝিঙে সহ বিভিন্ন সবজি জমিতে জমে রয়েছে জল । ইতিমধ্যেই বেগুনে পচন ধরতে শুরু করেছে পাশাপাশি আলু জমিতেও জল জমে রয়েছে । ফলে আলুতে পচন ধরার আশঙ্কা তৈরি হয়েছে কৃষকদের মধ্যে । অন্যদিকে বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের রতনপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিঘার পর বিঘা ধান জলের তলায় ভাসছে । সব মিলিয়ে ঘূর্ণিঝড় মিগজাউম এর প্রভাবে মাথায় হাত পড়েছে কৃষকদের । এই পরিস্থিতিতে আগামী দিনে তাদের কিভাবে সংসার চলবে তাই ভেবে রাতের ঘুম ছুটেছে তাদের। রতনপুর অঞ্চলের এক কৃষক ফুলচাঁদ মেটে জানান , আমি ৬ বিঘা ধান চাষ করেছি পুরো ধান এই মুহূর্তে জলের তলায় রয়েছে। যে টাকা খরচ হয়েছে সেই টাকা ঘরে ঢুকবে না । এখন আগামী দিনে ছেলে মেয়েদের নিয়ে খাব কি কিভাবে সংসার চলবে তাই ভেবে কুল পাচ্ছি না । ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে হবে আমাদের ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct