আপনজন ডেস্ক: সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স প্যানেলের তদন্ত রিপোর্ট শুক্রবার লোকসভায় পেশ করা হবে। বিজেপি সদস্য বিনোদ সোনকরের নেতৃত্বাধীন কমিটি গত ৯ নভেম্বর এক বৈঠকে মৈত্রকে সংসদের নিম্নকক্ষ থেকে বহিষ্কারের সুপারিশ করে। বিরোধী সদস্যরা এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে লোকসভায় এই প্রতিবেদন নিয়ে আলোচনার দাবি জানালেও তৃণমূল সংসদীয় দলের নেতা সিদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, দলটি স্পিকার ওম বিড়লাকে অনুরোধ করেছে যেন মৈত্রকে প্রকাশ্যে সংসদে আত্মপক্ষ সমর্থনের অনুমতি দেওয়া হয়। তৃণমূলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, রিপোর্টটি সংসদে উপস্থাপনের আগেই গণমাধ্যমে ফাঁস হয়ে গেছে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগের ভিত্তিতে মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স প্যানেলের তদন্তের ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করা হয়েছে, যিনি তৃণমূল নেতার বিরুদ্ধে “সংসদে প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য” ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ করেছিলেন। মৈত্র এই অভিযোগ অস্বীকার করেছেন এবং এগুলিকে “ভুয়া” এবং “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে অভিহিত করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct