অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে বুধবার গঙ্গারামপুর উত্তর চক্র সম্পদ কেন্দ্রের উদ্যোগে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শঙ্করপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এদিনের এই অনুষ্ঠানের শুভ সূচনা লগ্নে উপস্থিত ছিলেন, গঙ্গারামপুর উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুনীল কুমার দাস, স্পেশাল এডুকেটর গৌতম ঘোষ, অবর বিদ্যালয় পরিদর্শক অফিসের করনিক থোজির উদ্দিন মিঞা, শিক্ষা বন্ধু নজরুল ইসলাম সহ আরো অনেকে।
জানা গিয়েছে, এদিন গঙ্গারামপুর উত্তর চক্রের অন্তর্গত বিভিন্ন প্রাথমিক ও শিশু শিক্ষা কেন্দ্রের প্রায় ৩০ জন বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের নিয়ে সকালে র্যালি বের করা হয়। এবং পরবর্তীতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার শেষে বিশেষ স্থান অধিকারীদের পুরস্কৃত করেন উপস্থিত বিশিষ্টজনেরা।
উল্লেখ্য, বিশ্ব জুড়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার শিকার মানুষের জীবনের মান উন্নয়ন ও সুরক্ষার অঙ্গীকার নিয়ে উদযাপন করা হয় বিশ্ব প্রতিবন্ধী দিবস। তারই অঙ্গ হিসেবে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের নিয়ে ৩-৯ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস সাপ্তাহিক উৎযাপন করা হচ্ছে গঙ্গারামপুর উত্তর চক্রের তরফে।
এ বিষয়ে গঙ্গারামপুর উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুনীল কুমার দাস জানান, ‘বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন
উপলক্ষে সপ্তাহ জুড়ে নানা ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে আজ বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct