মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার সভাধিপতি হওয়ার পর থেকেই জেলা পরিষদের আয় বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছেন । এবার পূর্ব বর্ধমান জেলা পরিষদ ১ কোটি টাকা অর্থ বরাদ্দ করল অর্থকরী ফল উৎপাদনের জন্য।
জেলা পরিষদের বিভিন্ন জায়গায় অনেক জমি অপতিত হয়ে পড়ে আছে। জায়গাগুলি ঠিকমতো কাজে লাগাতে পারলে এখান থেকে জেলা পরিষদের একটি বড় রোজকারের জায়গা হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার এর উদ্যোগে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। বর্ধমানের বিভিন্ন জায়গায় যেমন কালনা, কাটোয়া ,খণ্ডঘোষ, জামালপুর ,সহ বিভিন্ন জায়গার ছটি জমি চিহ্নিত করা হয়েছে । এই জমি থেকে মিয়াজাকি আম, সফেদা ,ড্রাগন ফল সহ বিভিন্ন অর্থকরী ফল উৎপন্ন করে পূর্ব বর্ধমান জেলা পরিষদের আয় বৃদ্ধি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই হিসাবে জেলা পরিষদের সভাপতির শ্যামা প্রসন্ন লোহার বিভিন্ন জায়গা পরিদর্শন করে বিশেষজ্ঞ কমিটির পরামর্শ নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। বর্ধমান জেলা পরিষদের এই উদ্যোগ সফল হলে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ তাদের নিজস্ব জমিতে অর্থকরী ফসল উৎপন্ন করে লাভের মুখ দেখবে । পূর্ব বর্ধমান জেলা পরিষদ নিজেদের আয় বৃদ্ধি করার চেষ্টা করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct