নকীব উদ্দিন গাজী, ডায়মন্ডহারবার: ডায়মন্ড হারবারের সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ১০ই নভেম্বর,২০২৩ তার লোকসভা কেন্দ্রের ফলতা সভা থেকে সাধারণ মানুষের অভিযোগ শুনে কথা দিয়েছিলেন, যারা দুয়ারে সরকারে বার্ধক্য ভাতা পাওয়ার জন্য আবেদন করেছিলেন কিন্তু পাননি এরূপ ৭০ হাজার মানুষের ১৫ দিনের মধ্যে বার্ধক্য ভাতা যাতে তাদের একাউন্ট এ ঢোকে তার ব্যবস্থা করবেন। সেজন্য ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৭ টি বিধানসভার প্রতিটা অঞ্চলে এবং ওয়ার্ড এ আজ থেকে “সাংসদ সহায়তা কেন্দ্র “ খোলা হয়েছে। সেখানে বার্ধক্য ভাতা পাওয়ার উপযুক্ত ব্যক্তিরা আসবেন এবং সাংসদ প্রেরিত ফর্ম ফিলাপ সহ প্রয়োজনীয় তথ্য জমা করবে। ৭০ হাজার মানুষের ১৫ দিনের মধ্যে বার্ধক্য ভাতা পাওয়ার ব্যবস্থা করার জন্য সমস্ত বৃদ্ধ মানুষ অভিষেককে আশীর্বাদ করেন। দেশের মধ্যে একমাত্র সাংসদ যিনি উন্নয়নের সাথে সাথে “নিঃশব্দ বিপ্লব “ কর্মসূচির মাধ্যমে তার লোকসভা কেন্দ্রে কি কাজ করেছেন পুস্তিকা আকারে জনগণের সামনে তুলে ধরেছেন।
একাধারে রাজনৈতিক দৃঢ়তা এবং দক্ষ নেতৃত্ব এবং জন্য সেনাপতির মতো দল পরিচালনা করে বাংলাকে সুরক্ষিত রাখছেন। আবার কেন্দ্রে জনবিরোধী বিজেপি সরকারের বিরুদ্ধে চরম আন্দোলন সংগঠিত করছেন দেশের স্বার্থে। ডায়মন্ড হারবার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন তরফদার বলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা দিয়েছিলেন সেই কথা অনুযায়ী ডায়মন্ড হারবার পৌরসভার এলাকায় ১৬ টি ওয়ার্ডে বার্ধক্য ভাতার জন্য ফরম ফিলাপের কাজ চলছে ।পাশাপাশি ডায়মন্ড হারবার ফলতা মহেশতলা বজবজ সাতটি বিধানসভার পঞ্চায়েতের পৌরসভায় এই ফর্ম ফিলাপের কাজ শুরু হয় বুধবার থেকে। সাংসদ সহায়তা কেন্দ্র খোলা থাকবে প্রথম দফায় ৬-১০ ই ডিসেম্বর,২০২৩ পর্যন্ত এবং ২য় দফায় ১১-১৫ ই ডিসেম্বর,২০২৩ পর্যন্ত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct