নাজমুস সাহাদাত, মোথাবাড়ি: আবারও গোটা দেশজুড়ে সুনাম ছড়াল কালিয়াচকের। শিক্ষায় এগিয়ে থাকার পাশাপাশি খেলাধুলাতেও রাজ্যে প্রথম ও দেশে পঞ্চম হয়ে একেবারে তাক লাগিয়ে দিল নার্সিং পড়ুয়া। এবারে কালিয়াচক দুই নম্বর ব্লকের মোথাবাড়ী পঞ্চানন্দপুরের হরিটোলা গঙ্গা নদী ভাঙ্গন এলাকার বাসিন্দা অজয় মণ্ডল তার বাবা মৃত যদুরাম মন্ডল ও মায়ের নাম নয়ন মন্ডল। সে একজন ছাত্র, এখনও চলছে তার পড়াশোনা আর তার মাঝেই দেশের সেরা হয়ে উঠল অজয় মন্ডল। অজয় পঞ্চানন্দপুর সুফিয়া হাই স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করার পর মালদা কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করে। এবং বর্তমানে তিনি হুগলির জেলার অন্তর্গত চুঁচুড়ায় লক্ষ্মী নার্সিং ইনস্টিটিউট কলেজের ছাত্র। নার্সদের শক্তি ও ধৈর্য বৃদ্ধি করতে প্রতিবছর সারা দেশব্যাপী একটি কনফারেন্স ও খেলাধুলার আয়োজন করে নার্সেস এসোসিয়েশন অফ ইন্ডিয়া। এই বছর ৩০ তম নার্সেস এসোসিয়েশন অফ ইন্ডিয়া কনফারেন্স এন্ড স্পোর্টস ২০২৩ প্রতিযোগিতা হয়। এই খেলায় জ্যাভলীনে নাম দেয় হুগলীর লক্ষ্মী নার্সিং ইনস্টিটিউট কলেজের অজয় মণ্ডল। এরপর সে ১০ই মে হাওড়ায় আয়োজিত খেলায় রাজ্যে প্রথম স্থান অধিকার করে। এই খবর সোস্যালমিডিয়ায় ছড়াতেই শুরু হয়ে যায় প্রশংসার ঝড়। এত বড়ো এক সাফল্যলাভের শুভেচ্ছা জানাতে থাকে সকলেই।
এই জ্যাভলীন প্রতিযোগিতায় নার্সিং ছাত্রদের নিয়ে জেলা রাজ্য ও দেশব্যাপী এই প্রতিযোগিতা সম্পন্ন হয়। গত ২৮ ও ২৯ নভেম্বর দিল্লির ত্যাগরাজ স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত খেলায় ৪০ মিটার জ্যাভলিনথ্রো করে গোটা দেশে পঞ্চম ও রাজ্যে প্রথম স্থান অধিকার করে রাজ্যসহ জেলা ও গ্রামের সম্মান বৃদ্ধি করেছে মোথাবাড়ীর অজয় মন্ডল। অজয় এক পিছিয়ে পড়া গ্রাম থেকে উঠে আসা মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়েও খেলাধুলার পাশাপাশি নার্সিং সেবাই এগিয়ে যেতে চাই। আজকে সে শুধু নিজের গ্রাম বা জেলায় নয় রাজ্য ছাড়িয়ে গোটা দেশের কাছে সেরা হয়ে উঠেছে অজয় মন্ডল। চারিদিক থেকে তাকে জানাতে ছুটে আসছে শুভেচ্ছা ও অভিনন্দন। আনন্দের জোয়ার এসেছে গোটা এলাকাজুড়ে। এদিন রবিবার দিল্লি থেকে গ্রামের বাড়িতে ফিরে এলে গ্রামবাসীরা সবাই অজয়ের বাড়ি ছুটে আসে। অজয়ের বাবা যদুরাম মন্ডল ও মাতা নয়ন মন্ডল জানান, অজয় শুধু আমাদেরই গর্ব নয় সে এখন মালদা জেলার পাশাপাশি রাজ্যের ও গোটা দেশের গর্ব হয়ে উঠেছে। আমরা চাইব তাকে দেখে এলাকার সমস্ত ছেলে মেয়ে পড়াশোনার পাশাপাশি এই খেলাধুলাতেও অনুপ্রাণিত হয় এবং দেশের নাম উজ্জ্বল করে। অজয় মন্ডল বলেন, আমি খেলাধুলার পাশাপাশি নার্সিং পেশায় থেকে সারা জীবন মানুষের সেবা করতে পারি। এই ঈশ্বরের কাছে প্রার্থনা করি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct