সাদ্দাম হোসেন মিদ্দে, কলকাতা: বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের জন্য স্পোর্টস কমপ্লেক্স গড়ার দাবি তুললেন নওসাদ সিদ্দিকী। ভাঙড়ের বিধায়ক ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রীর নিকটে এই দাবি পেশ করেন তিনি। এদিন বিধানসভার শীতকালীন অধিবেশনের উল্লেখ পর্বে সংশ্লিষ্ট দফতরে মন্ত্রী অরুপ বিশ্বাসের কাছে স্পোর্টস কমপ্লেক্স তৈরির বিষয়টি উত্থাপন করেন জনাব সিদ্দিকী। উল্লেখ্য ভাঙড়ের মনিরুল মোল্লা বেঙ্গালুরু এফসি-এর হয়ে ২০২৩ মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) খেলছেন। রাকিবুল মল্লিক ক্যালকাটা ফুটবল লিগে (CFL) ২০২৩ মরশুমে মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন। এছাড়াও ভাঙড়ে রয়েছেন শাহজাহান বুলবুল। যিনি প্যারা ব্যাডমিন্টনে রাজ্য স্তরে স্বর্ণপদক, জাতীয় স্তরে রৌপ্য পদক এবং আন্তর্জাতিক স্তরে ব্রোঞ্জ পদক জয়ী। রয়েছেন তহুরা খাতুন। দৌড় বিভাগে রাজ্য ও জাতীয় স্তরে স্বর্ণপদক জয়ী তিনি। বক্সিংয়ে জাতীয় স্তরে স্বর্ণপদক জয়ী পিউ ঢালীও রয়েছেন। ভাঙড়ে মনিরুল-রাকিবুল-শাহজাহান-তহুরা-পিউদের মতো প্রতিভাবান ক্রিড়াবিদ থাকলেও নেই কোনো স্পোর্টস কমপ্লেক্স। প্রশিক্ষন নিতে তাই যেতে হয় কলকাতায়। বিধানসভা এলাকাতেই ভালো মাঠ হোক চাইছেন খেলোয়াড়রাও। তহুরার দাদা পেশায় শিক্ষক মীর আলমগীর হোসেন তার বোনসহ ভাঙড়ের খেলোয়াড়দের কথা এবং তাদের অসুবিধা বিধানসভায় তুলে ধরার জন্য বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct