আপনজন ডেস্ক: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার বলেছেন, ভারত একটি ‘গোমাতা’ দেশ এবং এ নিয়ে কোনও বিতর্ক নেই। মঙ্গলবার সংসদে ডিএমকে সাংসদ ডিএনভি সেন্থিল কুমারের বিতর্কিত মন্তব্য ের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হিমন্ত শর্মা এ কথা বলেন, যেখানে তিনি ক্ষমতাসীন বিজেপিকে আক্রমণ করার সময় হিন্দি বলয়ের রাজ্যগুলির বর্ণনা দিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
এই মন্তব্যের জন্য বিজেপি এবং ডিএমকে-র মিত্র কংগ্রেস তাৎক্ষণিক নিন্দা করেছে এবং তিনি তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। স্পিকার ওম বিড়লা এই মন্তব্য খারিজ করে দেন। এক সাংবাদিক সম্মেলনে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, তার কাছে আমার একটাই অনুরোধ, ভবিষ্যতে গো-মাতার দেশ হোক, গো-মূত্রর দেশ নয়। তাতে সমস্যাটা কী? নিজেদেরকে গোমাতা দেশ বলা গর্বের বিষয়।
তিনি বলেন, ‘কেউ যদি দেশকে গোমাতা প্রদেশ বলে, তাহলে এর চেয়ে ভালো আর কী হতে পারে? আমরা একটি গোমাতার দেশ, এটা নিয়ে কোনও বিতর্ক নেই। একে গো-মূত্রের দেশ বলা অপমানজনক। তার (সেন্থিল কুমার) উচিত ছিল গোমাতা প্রদেশ বলা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct