আপনজন ডেস্ক: বাংলাদেশ বনাম নিউজ়িল্যান্ড ম্যাচে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ করে আউট হয়ে যান মুশফিকুর। হাত দিয়ে বল আটকে আউট হওয়ার ধরনকে উদাহরণ করে কলকাতা পুলিশ সমাজমাধ্যমে একটি পোস্ট করে লেখেন, “লিঙ্ক হোক বা বল ছুঁলেই গ্যাঁড়াকল”। অনেকেই মোবাইলে আসা কোনও লিঙ্কে ক্লিক করে ফেলেন। তাতে প্রতারকরা ব্যাঙ্ক থেকে টাকা তুলে নেয়। মানুষকে সাবধান করতে এই পোস্ট করেছে কলকাতা পুলিশ। ইদানিং সাইবার ক্রাইম এর ঘটনা বৃদ্ধি পেয়েছে সর্বত্র। তাই নাগরিকদের সচেতন করতে প্রচারে এই হাতিয়ার লালবাজারের।বাংলাদেশের হয়ে ব্যাট করতে নেমে বড় ভুল করেছিলেন মুশফিকুর রহিম। তাঁর সেই ভুল ধরেই সাইবার অপরাধ রোধে ব্যঙ্গ করল কলকাতা পুলিশ। হাত দিয়ে বল আটকে আউট হয়েছিলেন মুশফিকুর। কলকাতা পুলিশ মনে করিয়ে দিল শুধু বল নয়, লিঙ্ক ছুঁলেও রয়েছে ভয়ংকর বিপদ।বুধবার বাংলাদেশ বনাম নিউ জ়িল্যান্ড ম্যাচে ৪১তম ওভারে কাইল জেমিসনের একটি শর্ট লেংথ বল ক্রিজে দাঁড়িয়ে খেলেন মুশফিকুর। বলটি পিচে ড্রপ করে লাফিয়ে ওঠে। মুশফিকুর আচমকা সেই বল হাত দিয়ে ঠেলে সরিয়ে দেন। সেই বলটি উইকেটে লাগার সম্ভাবনা প্রায় ছিলই না। কিন্তু যে হেতু বলটি ‘ডেড’ হওয়ার আগেই মুশফিকুর ইচ্ছাকৃত ভাবে হাত দিয়ে সরিয়ে দেন, তাই নিউ জ়িল্যান্ডের ক্রিকেটারেরা ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটের আবেদন করেন। মাঠে থাকা আম্পায়ারেরা সিদ্ধান্ত নিতে পারেননি। তাঁরা তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত নিতে পাঠান। তৃতীয় আম্পায়ার আহসান রাজা মুশফিকুরকে আউট দেওয়ার সিদ্ধান্ত নেন।মুশফিকুরের ওই আউট দেখার পর অবাক হয়ে গিয়েছিলেন তামিম ইকবাল। ধারাভাষ্য দেওয়ার সময় কড়া শব্দে সমালোচনা করেছেন মুশফিকুরের। তামিম বলে ওঠেন, “এক জন ক্রিকেটার, যে ৮০টারও বেশি ম্যাচ খেলেছে, তার জানা উচিত এ ধরনের কাজ করা যায় না। অনুশীলনে এ রকম কাজ করার অভ্যেস থাকলে তবেই এটা হতে পারে। নেটে ব্যাট করার সময় অনেক ক্ষেত্রেই ব্যাটসম্যানরা বল হাতে ধরে এবং বোলারকে সেটা ফিরিয়ে দেয়। হয়তো অজান্তেই মুশফিকুর সেই কাজ করে ফেলেছে এবং হাত দিয়ে বল ধরে নিয়েছে। কিন্তু সেটা কোনও অজুহাত হতে পারে না।” আর এই মাঠের বাইশ গজের ঘটনাটি এখন কলকাতা পুলিশের লালবাজারের সাইবার ক্রাইম সর্তকতা মূলক প্রচারের বড় হাতিয়ার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct