মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: পূর্ব বর্ধমানের বিভিন্ন মাঠে আমন ধান উঠার পর তৈরি হচ্ছে রবিশস্যের জন্য জমির প্রস্তুতি। বিভিন্ন জায়গায় আমন ধান উঠে গেছে সেই জায়গায় মাটি প্রস্তুত করে বোনা হচ্ছে আলু ,সরষে ও অন্যান্য রবি শস্যের বীজ। এবছর পূর্ব বর্ধমানে যথেষ্ট পরিমাণে আমনের ফলন হওয়ায় চাষীরা যথেষ্ট খুশি যদিও এই সময়ই আবহাওয়া নিয়ে চিন্তায় আছে চাষিরা । ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর জানিয়েছে। এখন আমন ধান উঠিয়ে নিয়ে আলু চাষের ভরপুর মরশুম। কিছু কিছু জায়গায় চাষিরা আগেই আলুর বীজ বপন করেছিল সে আলু থেকে অঙ্কুরিত বীজ বাড়তে শুরু করেছে। ডানা মেলেছে ডালপালা। আলুর জমিতে সেচের ব্যবস্থা করা হচ্ছে। পূর্ব বর্ধমানের মেমারি, রায়না ,খণ্ডঘোষ, মাধবডিহি, গলসির বিভিন্ন এলাকার মাঠেতে আমন ধান উঠানোর সঙ্গে সঙ্গে রবিশস্যের ব্যাপক ব্যস্ততা শুরু করেছে চাষীরা। এবছর আমন ফলন ভালো হয়েছে । রবিশস্যের ফলন ভালো করে একটু মুনাফার সন্ধানে আছে পূর্ব বর্ধমানের চাষিরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct