নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: ডিউটি সংক্রান্ত কিছু সমস্যায় রয়েছেন মালদার বহুমুখী মহিলা স্বাস্থ্য কর্মীরা। জেলার বহুমুখী স্বাস্থ্যকর্মিদের কোনও পদোন্নিতর ব্যবস্থা নেই। তাঁদের ক্যাডার অন্তর্ভূক্তিকরণ দরকার। প্রতিদিন কাজের চাপ বাড়লেও সেই অর্থে একই জায়গায় থেকে কাজ করে যেতে হচ্ছে। সব মিলিয়ে বিভিন্ন সমস্যায় কার্যত জেরবার গ্রামীণ বহুমুখী স্বাস্থ্যকর্মিরা। এই সব স্বাস্থ্যকর্মীরা মূলস্তরে মা শিশুর পরিচর্যা থেকে শুরু করে পালস পোলিও-সহ বিভিন্ন বহুবিধ পরিষেবা নিয়ে কাজ করে থাকেন। জেলায় প্রায় ৫৫০ সাব সেন্টারে কয়েক হাজার মহিলা স্বাস্থ্যকর্মী কাজ করেন। কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন কাজের চাপ বাড়ছে, নেই কোন পদন্নতি। আনটাইড ফান্ড, ডাটা নথিভূক্ত করুন ,আর্থিক -সহ বিভিন্ন সমস্যায় জেরবার তাঁরা। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে আলোচনার মাধ্যমে সঠিক দিশার পথে এবার স্বাস্থ্য কর্মিরা। এদিন মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে বিভিন্ন বিষয় নিয়ে অফিস কার্যালয়ে আলোচনা করেন স্বাস্থ্যকর্মীরা। কয়েকশো স্বাস্থ্য কর্মী উপস্থিত ছিলেন। ১০ দফা দাবি বেশিরভাগ আলোচনা হলেও বাকি গুলি আবার আলোকপাত করা হবে বলে জানান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি তাঁদের সমস্যাগুলি সমাধানের প্রাথমিক আশ্বাস দিয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন মঙ্গলবার। এদিন বিকেলে বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে মূলত অল ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যাসিস্ট্যান্ট (ফিমেল) অ্যান্ড হেলথ সুপারভাইজার(ফিমেল) ওয়ার্কার অ্যাসোসিয়েশন জয়েন্ট ফোরামের তরফে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে আলোচনা ও স্মারকলিপি প্রদান করা হয়। বহুমুখী মহিলা স্বাস্থ্যকর্মীরা মা ও শিশুর পরিচর্যা থেকে শুরু করে পালস পোলিও, হাম, রুবেলা-সহ রুবেলা-সহ এক গুচ্ছ কর্মসূচিতে অংশ নিতে হয় তাদের। বহুমুখী স্বাস্থ্যকর্মিদের মধ্যে অসীমা পাল, সুপর্না সাহা, শম্পা সরকার, অনেকে জানান, ‘বিভিন্ন কারণে বিরূপ পরিস্থিতি তৈরি হচ্ছে। ক্যাডার ভূক্তিকরণ ও পদোন্নতির সমস্যা হচ্ছে মূল সমস্যা। আমাদের পদোন্নতির কোনও ব্যবস্থাই এখনও গড়ে ওঠে নি। উল্টে কাজের চাপ কর্মশ বেড়েই চলেছে। গোটা জেলা জুড়ে পরিস্থিতি। এজন্য আমরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে সময় চেয়েছিলাম। সেই মতো এদিন এসে ১০ টি দাবির মধ্যে বেশির ভাগ দাবি নিয়ে পর্যালোচনা করলাম। আলোচনায় আমরা খুশি। ’ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি জানান, এদিন স্বাস্থ্যকর্মিরা কিছু বিষয় নিয়ে এসেছিলেন আমার কাছে। দাবি-দাওয়াগুলির মধ্যে বেশি কিছু ন্যায্য দাবিও ছিল। তাঁদের পদোন্নতির দাবির বিষয়টি রাজ্য স্বাস্থ্য ভবনে জানানো হবে। আমি চাই তাদের সমস্যাগুলো সমাধান হয়ে উঠুক। উনারা আমার সহকর্মি। স্বভাবতই তাদের বিষয় নিয়ে আমারও দেখা উচিৎ। প্রয়োজনে বিষয়গুলো আবার আলোকপাত করা হবে। ’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct