আপনজন ডেস্ক: বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত প্রাইমারি স্কুল, হাই স্কুল ও হাই মাদ্রাসা মিলিয়ে মোট ২৫টি শিক্ষা প্রতিষ্টানেে মিড ডে মিলের সোশ্যাল অডিট সম্পন্ন হল। এই ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানেের মধ্যে অন্যতম ছিল হাতিয়াড়া হাই মাদ্রাসা। সোশ্যাল অডিটেরসময় যে যে বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় সেগুলি হল, ,সমগ্র ক্যাম্পাসের পরিষ্কার ও পরিচ্ছন্নতা, ছাত্রছাত্রীদের উপস্থিতি, মিড ডে মিলের মেন্যু বোর্ড, পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, ছাত্র ও ছাত্রীদের পৃথক টয়লেট ব্যবস্থা ,খাওয়ার আগে ও পরে হাত ধোওয়ার সুন্দর ব্যবস্থা, মিড ডে মিল পরিবেশন করার জায়গা, কিচেন রুমের পরিস্থিতি, চাল রাখার স্টোর রুম, ওয়েট মেশিন থাকতে হবে, হাইট পরিমাপের যন্ত্র থাকতে হবে,হাত ধোওয়ার জায়গায় সাবান বা ব্যান্ড ওয়াশ থাকতে হবে, চাল বা ডাল রাখার পাত্রের অবশ্যই ঢাকনা থাকতে হবে,ছাত্রছাত্রীদের সঠিক পরিমানে খাবার দেওয়া হয় কিনা। মেন্যু তালিকা মেনে চলা হয় কিনা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয় কিনা, সরকারি কোনো আধিকারিক আপনার প্রতিষ্ঠানেে ইদানিং ভিজিট করেছেন কিনা, চালের রেজিস্ট্রার আপডেটেড রাখতে হবে, দৈনন্দিন খরচের খাতা আপডেটেড রাখতে হবে, ক্যাশবুক আপডেটেড রাখতে হবে, সমস্ত বিল ও ভাওচার ঠিক রাখতে হবে, পুড টেস্টিং রেজিস্টার প্রতিদিন মেনটেন করতে হবে, রান্নার কর্মীদেরঅবশ্যই ড্রেস কোড মেনে চলতে হবে, সর্বোপরি খাবারের গুণগত মান যেন ঠিক থাকে। তবে, পরিচ্ছন্ন পরিবেশে পুষ্টিকর খাবারের দ্বারা শিশুদের প্রকৃত বিকাশ ঘটানোই মিড ডে মিল প্রকল্পের লক্ষ্য। এই লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct