আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: পৌষ মেলা করতে হবে সেই দাবিতে বিশ্বভারতীর গেটের তালা ভেঙে বিক্ষোভ দেখান পৌষ মেলা বাঁচাও কমিটি। পরবর্তীতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু হয়। বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই বছর পূর্বপল্লীর মাঠে হচ্ছে না ঐতিহ্যবাহী পৌষ মেলা। তারপরই ক্ষুব্ধ হয়ে ওঠে বোলপুরের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই। মঙ্গলবার সকালে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্যের সঙ্গে দেখা করতে এসে পৌঁছই পৌষ মেলা বাঁচাও কমিটির সদস্যরা। কিন্তু তাদেরকে কার্যালয়ে আসার আগেই বলাকা গেটের কাছে আটকে দেওয়া হয়। তারপরই গেটের তালা ভেঙে পৌষ মেলা বাঁচাও কমিটির সদস্যরা প্রবেশ করেন এবং বিক্ষোভ দেখাতে থাকেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct