নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: এসআইও হাওড়া জেলার পরিচালনায় দ্বীনি মাদ্রাসার ছাত্রদের নিয়ে একদিন ব্যাপী ক্বেরাত প্রতিযোগিতা পোগ্রাম অনুষ্ঠিত হলো উলুবেড়িয়ার নিমদিঘিতে অবস্থিত সোসাইটি আপ্লিফটমেন্ট সেন্টারে। হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৮টি মাদ্রাসাতে পাঠরত ছাত্ররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার শেষে দ্বীনী মাদ্রাসার ছাত্রদের ভিশন, মিশন এবং তাঁদের দায়িত্ব কর্তব্য ও করণীয় সম্পর্কে এবং তাঁদের স্বপ্ন দেখতে প্রেরণা দিলেন উপস্থিত বিশেষ অথিতিগণ। দ্বীনী আলেম হিসেবে সমাজ সংস্করণের দায়িত্ব সম্পর্কে অবগত করেন এসআইও পশ্চিমবঙ্গের রাজ্য দ্বিনী মাদ্রাসা সম্পাদক হাফেজ আহমেদ আলি।
তিনি বলেন, “আজকের সমাজে অনৈতিকতা ও অসামাজিক কার্যকলাপ ছেয়ে গেছে। এই সমাজকে এই অন্ধকার থেকে বার করে এনে কুরআনের আলো দিয়ে সুসজ্জিত করা একজন আলেমে দ্বীনের অন্যতম কর্তব্য।” এসআইও’র প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে বিশেষ ক্যারিয়ার গাইডেন্স প্রদান করেন। তিনি বলেন, “আজকের হাফেজ মাওলানা শুধু মসজিদের ইমাম বা মাদ্রাসার শিক্ষকই হবেন না, বরং তাদেরকে হতে হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমাজসেবক, বড় বড় আমলা ইত্যাদি।” এছাড়াও অনুষ্ঠানের শেষে বক্তব্য রাখেন এসআইও পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি বি এস আল মামুন। তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন যে, “আজকের সমাজে মাদ্রাসার ছাত্র এবং সাধারণ লাইনের মুসলিম ছাত্রদের মধ্যে অনেক দুরত্ব তৈরি হয়েছে। এই দূরত্বকে ভুলে গিয়ে আমাদেরকে পারস্পরিক সম্পর্ক আরো মজবুত করার মাধ্যমে সমাজের মধ্যে একটি সুস্থসংস্কৃতি ও নৈতিক মনোভাবের পুনর্জাগরণের ঢেউ তুলে আনতে হবে।”এছাড়াও উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গের রাজ্য তালিমি বোডের সভাপতি আব্দুল মান্নান, জামাআতে ইসলামী হিন্দ হাওড়ার সহকারী জেলা নাজিম জুলফিকার মোল্লা, এসআইও পশ্চিমবঙ্গের রাজ্য জনসংযোগ সম্পাদক গাজী তৌফিক, কিশোর অঙ্গন সম্পাদক মিনহাজুর রহমান আখন, এসআইও হাওড়া জেলার সভাপতি সেখ আমিরুল, জেলা সম্পাদক মুজাহিদুল ইসলাম মোল্লা প্রমুখ।অতিথিগণের বক্তব্যের পর প্রতিযোগীদের মধ্যে থেকে প্রথম ১০ স্থানাধিকারিদেরকে সুন্দর ক্বেরাতের জন্য পুরস্কৃত করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct