আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: কল্যাণী থানার ভবানীপুরে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তিনজনকে আটক করে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছটি দেশি পিস্তল, নয় রাউন্ড কার্তুজ একটি দেশি ম্যাগাজিন। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম প্রহ্লাদ ঘোষ, দেবু সরকার, লোকনাথ ঘোষ। এদের বাড়ি সকলেরই রানাঘাট এলাকায়। কল্যাণী আদালতে তোলা হবে ১৪ দিন পুলিশ নিজেদের হেফাজতের চেয়ে আবেদন করবে আদালতে এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে এর সঙ্গে আর কারা কারা জড়িত কি উদ্দেশ্যে তারা এই বেআইনি অস্ত্র নিয়েছিল।রানঘাট পুলিশ জেলার ডি এস পি সদর জাভেদ হোসেন জানান, গোপন সূত্রে খবর পায় ভবানীপুর এলাকায় দেখা গিয়েছিল তাদের উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র কার্তুজ।অন্যদিকে শান্তিপুর একাধিক তাজাবোমা নিস্ক্রিয় করল বোম্ব স্কোয়ার্ড । শান্তিপুর থানার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া তাজা বোমা, নিষ্ক্রিয় করল বোম স্কোয়ার্ডের প্রতিনিধিরা। মঙ্গলবার শান্তিপুর থানার গুপ্তিপাড়া ঘাটে, বোম স্কোয়ার্ড নিষ্ক্রিয় করল সাতটি তাজা বোমা। পুলিশ ছাাড়াও ছিলেন ছিলেন দমকল আধিকারিকরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct